মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

নাগরপুরে দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের নাগরপুরে বাংলাদেশের প্রাচীনতম প্রথম সারির গণমাধ্যম জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অসচ্ছল ও দরিদ্র নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে নাগরপুর উপজেলার বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন দৈনিক সংগ্রামের উপজেলা সংবাদদাতা ও নাগরপুর প্রেসক্লাবের সম্মানিত সদস্য সাংবাদিক ডা: এম এ মান্নান।

এ সময় তিনি বলেন, ‘জাতীয় দৈনিক সংগ্রাম দীর্ঘ ৫১ বছর ধরে দেশ, জাতি ও গণতন্ত্রের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত।’

তিনি আরো বলেন, ‘শীত মৌসুমে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও সচেতন মহলের এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন।’

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নাগরপুরে শীতবস্ত্র বিতরণ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ, দোয়া মাহফিল এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা সংবাদদাতা ডা: এম এ মান্নান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102