সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটানোর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। রবিবার (২৬ অক্টোবর) রাতে টাঙ্গাইল সদর থানায় তিনি জিডি করেন।
জিডি সূত্র জানায় শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাসায় অবস্থানের সময়ে হোয়াটসঅ্যাপে একটি অডিও বার্তা আসে। দৈনিক বাংলা সময়ের সাংবাদিক পরিচয়ধারী জসিম হত্যার কথিত বাদিকে উদ্দেশ্যমূলকভাবে জিজ্ঞাসাবাদ করে টুকুর বিরুদ্ধে মিথ্যা তথ্যের একটি অডিও রেকর্ড করা হয়।








