টাঙ্গাইলে পৃথক অভিযানে হত্যাচেষ্টা মামলার আসামি এবং এক বছরের সাজাপ্রাপ্ত অপর এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এসব অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১১ নভেম্বর) সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলেন—হত্যাচেষ্টা মামলার আসামি লিমন (২৫) এবং এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার রফিকুল ইসলাম সৌরভ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ সেপ্টেম্বর রাতে কালিহাতীর পোষনা দক্ষিণপাড়া গ্রামের গৃহবধূ লাইলী বেগমের (৫৭) বাড়িতে পূর্বশত্রুতার জেরে লিমনসহ কয়েকজন প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। ওই সময় মৃত ভেবে তার কানের সোনার দুল ও নগদ ৪ হাজার টাকা লুট করে পালিয়ে যায় তারা। পরে এলাকাবাসী লাইলী বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর সৌদি প্রবাসী ছেলে লাভলু দেশে ফিরে এসে গত ৯ অক্টোবর কালিহাতী থানায় হত্যাচেষ্টা মামলা করেন।
এরই প্রেক্ষিতে র্যাব সোমবার কালিহাতীর মরিচা ব্রিজসংলগ্ন বড়সরাই এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি লিমনকে গ্রেপ্তার করে।
একই দিন র্যাবের অপর একটি দল টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পাটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহের তারাকান্দা থানার প্রতারণা মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি খন্দকার রফিকুল ইসলাম সৌরভকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।