মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

সখীপুরে বৈদ্যুতিক তার পাচারের সময় এক যুবক আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকা উপজেলার পিডিবি’র বৈদ্যুতিক তার পাচারের সময় টাঙ্গাইলের সখীপুরে এক যুবককে মালামালসহ আটক করেছে পুলিশ। গতকাল বিকালে উপজেলার কচুয়া-সাড়াসিয়া সড়কের একটি ভাঙারির দোকানে এ উদ্ধার অভিযান চালায় সখীপুরের বিদ্যুৎ বিভাগ ও পুলিশ। এ সময় আল-মামুন (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আল-মামুনের বাড়ি পাবনা জেলায়। তিনি ১৫ বছর ধরে উপজেলার কচুয়া বাজারে এলুমিনিয়ামের ব্যবসা করে আসছে। জানা যায়, ভালুকা উপজেলার মল্লিকবাড়ি এলাকায় অন্তর নামের এক ঠিকাদারের গোডাউন থেকে বৈদ্যুতিক তার ও যন্ত্রাংশগুলো ক্রয় করে সখীপুর নিয়ে আসা হয়। সখীপুরের কচুয়া বাজারের একটি ভাঙারির দোকান থেকে মালামালগুলো পাচারের চেষ্টা করে একটি চক্র। সংবাদ পেয়ে সখীপুর থানা পুলিশ মালামালসহ একজনকে আটক করে।

উদ্ধারকৃত বৈদ্যুতিক এইচটি ও এলটি তারের পরিমাণ ৬শ’ কেজি। যার আনুমানিক বাজার মূল্য পাঁচ লক্ষাধিক টাকা। অন্তর বিদ্যুতের নিয়মিত একজন ঠিকাদার। এ ছাড়া ওই অন্তরের নামে দেড় বছর আগে সখীপুর পিডিবি’র নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর তালুকদার নানা অভিযোগ তুলে সখীপুর থানায় একটি ডায়েরি করেন। সে বর্তমানে সখীপুরে থাকেন না। তার একাধিক ফোন নম্বরে চেষ্টা করলে নম্বর বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সখীপুরের নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার বলেন, খবর পেয়ে সখীপুর থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে অভিযান চালাই। বৈদ্যুতিক তারসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করি। তবে মালামালগুলো সখীপুর অফিসের না। এখানে যে অন্তরের নাম বেরিয়ে আসছে সে সখীপুর অফিসে দুই বছরের মধ্যে কোনো কাজ করেনি। সখীপুর থানার ওসি আবুল কালাম আজাদ ভূঁইয়া বলেন, সরকারি বৈদ্যুতিক তারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।  এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102