টাঙ্গাইলের সখিপুরে বাবাকে হত্যা করার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গত বছরের ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া আলোচিত এই হত্যাকাণ্ডের রায় ঘোষণা করা হয়েছে দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সিনিয়র ও জেলা দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় দেন।
টাঙ্গাইল আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন জানান, গত বছরের ২৫ ফেব্রুয়ারি সখিপুর উপজেলার দড়িপাড়া পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জেরে নিজের বসতবাড়িতে বাবা আব্দুস সামাদকে নৃশংসভাবে হত্যা করেন তার ছেলে ওয়াহেদুজ্জামান। ঘটনার দিন রাতেই রামদা দিয়ে কুপিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
এ ঘটনার পর নিহতের ভাই আবদুর রশিদ সখিপুর থানায় হত্যা মামলা করলে পুলিশ দ্রুত তদন্তে নামে। আসামিকে গ্রেফতারের পর আদালতে সব সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হয়। রাষ্ট্রপক্ষ ঘটনার প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হওয়ায় বিচারক ওয়াহেদুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণার পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায়ের পর আদালত প্রাঙ্গণে উপস্থিত মানুষের মাঝে স্বস্তির সঞ্চার হয়। রাষ্ট্রপক্ষ জানায়, এই রায়ে হত্যার বিচারে আইনের শাসন প্রতিষ্ঠা আরও সুদৃঢ় হলো।