মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

টাংগাইলে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

‘নিজের জন্য যুদ্ধ করি, সহিংসতা রোধে একসাথে লড়ি’ এই স্লোগানকে সামনে রেখে নারী নির্যাতন বিরোধী আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো. রাশেদুল ইসলাম।

টাঙ্গাইল শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া ও কাগমারা এলাকায় নারীপক্ষ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদযাপন কমিটি নানা কর্মসূচি আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল ঘোষণাপত্র পাঠ, মানববন্ধন ও আলোচনা সভা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্পের পরিচালক রওশন আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীপক্ষের সহ-ব্যবস্থাপক লিপি লিলিয়ান রোজারিও, মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী, আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশন আরা লিলি এবং ওভার’র নির্বাহী পরিচালক আমেনা মামুন। অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন চ্যাম্পিয়ন আঞ্জুমান।

নারীপক্ষের অধীনে পরিচালিত স্থানীয় সম্পৃক্ততায় নারীর কর্মপ্রসার প্রকল্প সেপ্টেম্বর ২০২৫ থেকে টাঙ্গাইল সদর উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য দক্ষতা উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে নারীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102