মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন

মির্জাপুরে গৃহবধূ হত্যার ঘটনায় আরেক আসামি গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার চাঞ্চল্যকর ও ক্লুলেস গোলাপী বেগম (৪০) হত্যা মামলার সন্দেহভাজন আসামি মো. হবু মিয়া (২৯) কে গ্রেফতার করেছে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম গোলাপী বেগম গত ২৩ অক্টোবর সন্ধ্যায় পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। নির্ধারিত সময় পার হলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পান। এরপর পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করে।

খোঁজাখুঁজির এক পর্যায়ে ২৬ অক্টোবর ২০২৫ সকাল আনুমানিক ৮টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তির মাধ্যমে সংবাদ পাওয়া যায় যে, টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাধীন বাইমহাটি এলাকায় কামরুজ্জামান টুটুলের মালিকানাধীন একটি খালের মধ্যে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ ভেসে উঠেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গোলাপী বেগমের বলে সনাক্ত করেন। এ ঘটনায় ভিকটিমের পিতা মোঃ বিশু মিয়া (৬৭) বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিপিসি-৩, র‍্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা চালায়।

এরই ধারাবাহিকতায় ২৭ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৫টা ৩০ মিনিটে র‍্যাবের একটি আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত হয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর থানাধীন রাথুরা এলাকার তনুবাজার থেকে সন্দেহভাজন আসামি মোঃ হবু মিয়া (২৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মির্জাপুর থানার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102