মধুপুর থেকে করটিয়া আসার পথে বিনিময় পরিবহনের একটি বাসে করটিয়া সরকারি সাদত কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার ১০ জানুয়ারি মধুপুর থেকে ছেড়ে আসা একটি বিনিময় বাসের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। ঐ শিক্ষার্থী জানান বাসটির ড্রাইভার ও স্টাফ তার সঙ্গে খুব দুর্ব্যবহার করেন এবং তার টিকিট কেড়ে নেন। এ ঘটনায় শিক্ষার্থী টি সরকারি সাদত কলেজের একটি অনলাইন ফেসবুক গ্রুপে অভিযোগ জানান। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়।
পরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের করটিয়া হাট বাইপাস এলাকায় অভিযুক্ত বাসটি আটক করা হয়।
পরে পুলিশ এসে পরিস্থিতি ঠান্ডা করেন। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন তারা।