মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

টাঙ্গাইল-৮ আসনে বিএনপি বিরোধী জোটের নেতৃত্বে বঙ্গবীর কাদের সিদ্দিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে স্বতন্ত্রপ্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেলকে দলীয় সমর্থন জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, বীরউত্তম। গত শনিবার এই আসনের সখিপুরের একটি কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বিএনপি প্রার্থী এড. আহমেদ আযম খানের বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন। তিনি বলেন, আমার মুক্তিযোদ্ধাকে হুমকি, ইফতার মাহফিলে বাধা, আমাকে গালিগালাজ এসবই তার ইঙ্গিতে বা তিনিই করিয়েছেন। আযম খান পাকিস্তানি হানাদারদের চেয়েও খারাপ। দলের কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, তোমরা সমর্থন করো বা না করো আমি সিদ্ধান্ত নিয়েই এসেছি বাসাইল, সখিপুরে আমি আযম খানের বিপক্ষে নির্বাচন করবো। এদিকে কাদের সিদ্দিকীর এই ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়ে। ওইদিন রাত সাড়ে ৯টার দিকে স্বতন্ত্রপ্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলের সখিপুরের বাসভবনে উপস্থিত হয়ে সখিপুর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা শেখ হাবিব এবং বিএনপি থেকে মনোনয়ন বঞ্চিত এশিয়াটিক সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ মনা তাকে সমর্থনের বিষয়টি নিশ্চিত করেন। বিএনপি থেকে বহিষ্কৃত প্রবীণ রাজনীতিবিদ শেখ হাবিবের মনোনয়ন বাতিল হওয়ায় তিনি এবং মনির আহমেদ মনা দলীয় মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্রপ্রার্থীর ছাদের নিচে চলে গেছেন বলে এই আসনের ভোটের মাঠে টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী নির্বাচনে আসবেন না বলে ঘোষণা দিয়ে ঝরে পড়াদের নিয়ে স্বতন্ত্রপ্রার্থীর পক্ষ নিয়েছে, বলছেন ভোটাররা। কাদের সিদ্দিকীসহ তিনজন প্রার্থীর সমর্থনকে ইতিবাচক দেখছেন সালাউদ্দিন আলমগীর রাসেল। তিনি বলেন আমি অত্যন্ত আনন্দিত এবং সৃষ্টিকর্তা চাইলে আমি সফল হবো। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু কৃতজ্ঞ থাকলাম আর ওনার বিরুদ্ধে কাজ করলাম, তাহলে তো হবে না। আমাকে সমর্থন করা ভাইদের নিয়ে ভবিষ্যতে একটি সুন্দর বাসাইল-সখিপুর গড়তে পারি। তবে বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আযম খান কাদের সিদ্দিকীর এসব কথার বিপরীতে কোনো বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করেননি। তিনি বলেছেন আমি ৩৮ বছর ধরে বাসাইল-সখিপুরে সংসদীয় রাজনীতি করছি। কারও সঙ্গে কোনো বিরোধ হয়নি বা আমি কারও বিরুদ্ধে কুরুচিপূর্ণ কোনো বক্তব্যও দেইনি। কাজেই উনি যা বলেছেন সেটা ওনার বক্তব্য। এ নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি কোনোদিন কারও ইফতার মাহফিলে, আন্দোলন সংগ্রামে, কোনো কর্মসূচিতে বাধা দেইনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102