টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এডভোকেট ইলিয়াস হোসেন মনি। তিনি টাঙ্গাইল জেলা ও দায়রাজজ আদালতের একজন সিনিয়র আইনজীবী।
তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পরিচয় তুলে ধরে জাতীয় পার্টির পক্ষে প্রচারণার অংশ হিসেবে মধুপুর-ধনবাড়ী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল থেকে মধ্য রাত পর্যন্ত মধুপুর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের গাংগাইর, মহিষবাথান, আলোকদিয়া, লাউফুলা, বাশতলা ও রক্তপাড়া বাজারসহ বিভিন্ন হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি ব্যবসায়ী, শ্রমজীবী, তরুণ ও বয়োজ্যেষ্ঠদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন। এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,উপজেলা জাতীয় পার্টির নেতা অভিজিৎ দেব, আলোকদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল রাজ্জাক, সাধারণ সম্পাদক আবু হানিফ’সহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ।
তারা এ সময় তারা নির্বাচনী আচরণ বিধি মেনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।