মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক মধুপুরের পাহাড়ীয়া গড়াঞ্চলে নতুন ধরনের আদা চাষে কৃষকরা আনন্দে চাপড়ী ও গারো বাজারে হোটেলে মোবাইল কোর্ট, ২৩ হাজার টাকা জরিমানা মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

দেশের গরিব ইফতারে বরই খাবে আর বিত্তশালীরা খেজুর খাবে এটা অবিচার-কাদের সিদ্দিকী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ দেশের গরিব মানুষ ইফতারে বরই খাবে আর বিত্তশালীরা খাবে খেজুর, এটা অবিচার বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেছেন, ‘দেশের মানুষ বরই খেয়ে ইফতার করবে আর বিত্তশালীরা খেজুর-মুরগি খাবে, এটা অবিচার। এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জনগণের সক্রিয়তা দরকার।’

তিনি বলেছেন, ‘জনগণ সত্যিকার অর্থে হতাশ হয়ে পড়েছে। আমরা জনগণকে উৎসাহিত করতে পারিনি।’

বুধবার (৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে মারধরের শিকার নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘সরকার ভালো চলছে না, কারো কোনো দায়িত্ববোধ নেই। যারা রাষ্ট্র চালায় তাদের বেশিভাগ লোককে ঝেটিয়ে বিদায় করে দেয়া উচিত।’

মারধরের শিকার ওই নারীকে দেখতে যাওয়ার আগে অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের বিচারের দাবিতে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন কাদের সিদ্দিকী।

এ সময় স্থানীয় প্রশাসনকে সাত দিন সময় বেধে দিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘এর সুষ্ঠু বিচার না হলে আমি রাস্তায় বসে পড়ব। একা হলেও বসে থাকব।’

তিনি আরো বলেন, ‘আমি অন্যায়ের প্রতিবাদ করতে এখানে এসেছি। আমি মূলত এসেছি, যাতে এ দেশের নারীসমাজ সম্মানে থাকে। একজন ইউপি চেয়ারম্যান হলেই যেন নিজেকে সে জাতিসঙ্ঘের মহাসচিব না ভাবে। সে যেন না ভাবে সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।’

এর আগে, শনিবার টাঙ্গাইলের সখীপুরে বিদ্যালয়ে মেয়েকে গালিগালাজের বিচার চাইতে যাওয়া এক নারীকে মারধর করেন বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা। এক সহযোগীসহ চেয়ারম্যানের মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102