মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

মির্জাপুরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলায় আহত ৪ জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক বিরোধের জের ধরে সংখ্যালঘু পরিবারের ওপর হামলায় নারীসহ চারজন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা নগদ টাকা স্বণালংকার, রুপাসহ ৯ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। আতহদের মধ্যে নারী ও অপর একজনকে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার (১৫ মার্চ) রাত পৌনে দশটার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের গোড়াই দক্ষিন গন্ধব্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হামলার শিকার নিখিল মন্ডল ৮জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামী করে মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে একই এলাকার লাল মিয়ার সঙ্গে নিখিল মন্ডলের বিরোধ চলে আসছিল। গত শুক্রবার (১৫ মার্চ) রাত পৌনে দশটার দিকে লাল মিয়ার সঙ্গে নিখিলের কথা কাটাকাটি হলে লাল মিয়ার ছেলে আরিফের নেতৃত্বে সাদ্দাম, আলমগীর, আব্দুর রহিম, আকাশ, নাজমুল, সঞ্জয় বাস্কর, নিলয়সহ অজ্ঞাত আরও ৩/৪ জন দা, লাঠি লোহার রড নিয়ে নিখিল মন্ডলের বাড়িতে গিয়ে তার উপর হামলা চালায়। এ সময় নিখিলকে বাঁচাতে তার চাচাতো ভাই সুজয় চন্দ্র বিশ্বাস, ভাবী দেবীকা রানী মন্ডল ও বড় ভাই সুভাষ মন্ডল এগিয়ে আসলে হামলাকারীরা এলোপাতাড়ি মারিপিট করে তাদেরও গুরুতর আহত করে। পরে হামলাকারীরা নিখিলের বসত ঘরের ভেতরে প্রবেশ করে শোকেইচের ড্রয়ার ভেঙে ৯ ভরি ওজনের স্বর্ণালংকার ৬ ভরি রুপা ও নগত ১ লাখ ১৭ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে অভিযুক্ত লাল মিয়ার সঙ্গে বার বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102