মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

সখীপুরে তীব্র তাপদাহের মধ্যেই ধান কাটছে কৃষি শ্রমিকরা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ৩২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বৈশাখ মাস, তীব্র তাপদাহ চলছে। নিতান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাচ্ছে না। দেশের বিদ্যালয়গুলো ছুটি ঘোষণা করা হয়েছে। অনেকে গরমের কারণে স্ট্রোক করছে। তীব্র গরমে অনেকের ডায়রিয়াসহ নানা ধরনের রোগবালাই হচ্ছে। এইসব কিছু উপেক্ষা করে পেটের দায়ে প্রচণ্ড রোদ মাথায় নিয়েই সখীপুরের পশ্চিমাঞ্চলে বোরো ধান কাটছে কৃষি শ্রমিকরা। রোদ হোক বা বৃষ্টি, তাদের কাজে কোনো বিরতি নেই। এ সময় তারা বলেন, ‘কাম না করলে খামু কেমন কইরা, কাম না করলে তো পেটে ভাত জুটবো না, তাই এই প্রচণ্ড রোইদের মধ্যেই কাম করি।’

সখীপুরে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। চারদিকে শুধু কাঁচাপাকা ধানের রঙিন ঝিলিক আর মৌ মৌ ঘ্রাণ। সপ্তাহখানেক আগ থেকেই সখীপুরের পশ্চিমাঞ্চলে ধান কাটা শুরু হয়ে গেছে। তবে তীব্র গরমের কারণে শ্রমিক সঙ্কট থাকায় ধান কাটায় অন্য বছরের তুলনায় অনেকটা ধীরগতি বলে জানিয়েছেন কৃষকরা।

সখীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা নিয়ন্তা বর্মন জানান, ‘আশা করা হচ্ছে, এ বছর সখীপুরে বোরো ধানের আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সখীপুরে এবার মোট ১৭ হাজার ৫৫৫ হেক্টর জমিতে ৭৮ হাজার ৯৯৮ টন ধান পাওয়ার আশা করা হচ্ছে।

ধানের বাম্পার ফলনে খুশি সখীপুরের কৃষকরা। প্রচণ্ড তাপদাহেও কণ্ঠে ভাটিয়ালি গান ধরে ধান কাটছেন দূর দূরান্ত থেকে আসা কৃষি শ্রমিকরা। আর নারীরা খলায় (ধান তুলার মাঠ) কাজ করছেন বিশ্রামহীনভাবে।

সরেজমিনে সখীপুরের কাকড়াজান ইউনিয়নের পলাশতলী গ্রামে দেখা গেছে, দূর দূরান্ত পর্যন্ত বিভিন্ন জমিতে কৃষি শ্রমিকরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছে। মাথায় প্রচণ্ড রোদ। কেউ কেউ গরমে হাঁসপাঁস করছে। তবুও কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারো কাজে যোগ দিচ্ছে।

প্রচণ্ড তাবদাহের মধ্যেও তারা কিভাবে কাজ করছে জানতে চাইলে কৃষি শ্রমিক নাঈম বলেন, ‘আমরা গরীব মানুষ। বছরে এই সময়ের আমরা অপেক্ষায় থাকি। এখন কাজ না করলে তো ছেলে-মেয়েরা না খেয়ে মারা যাবে।

শ্রমিক নাঈম সেই দিনাজপুর থেকে সখীপুর এসেছেন ধান কাটার জন্য। তার সাথে দিনাজপুর থেকে আরো ১০ জন শ্রমিক এসেছেন সখীপুরে। নাঈমের পরিবারে স্ত্রী এবং দুই কন্যাসন্তান আছে।

পরিবার ছেড়ে শতমাইল পাড়ি দিয়ে এসে কাজ করতে খারাপ লাগে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের সংসার অনেক অভাবের। টাকা-পয়সার সঙ্কটের কারণে নিজে পড়াশোনা করতে পারিনি। আমি চাই, আমার যত কষ্টই হোক আমার সন্তানরা যেন শিক্ষিত হয়। বড় হয়ে তারা যেন বড় কোনো কোম্পানিতে চাকরি করতে পারে। ধনী ঘরে তাদেরকে যেন বিয়ে দিতে পারি। তারা যেন আমার মতো টাকা-পয়সার অভাবে এত কষ্টের কাজ না করে। এসব কথা চিন্তা করেই আমি কাজ করছি।’

নাঈম আরো বলেন, ‘বাজার করতে গেলে পূর্ণ দুই দিনের রক্ত পানি করা উপার্জনের টাকা শেষ হয়ে যায়। তবুও সদাই-পাতি কেনা শেষ হয় না। এত কষ্ট করে দিন-রাত কাজ করি তবুও ভালোমন্দ খেতে পারি না।’

তিনি আরো বলেন, ‘অভাবের কারণে গেল ঈদে তিনি বাড়িতে থাকতে পারেননি। দিনাজপুর থেকে সেই সিলেটে গিয়ে ঈদের আনন্দের সময় তিনি রিকশা চালিয়েছেন। যেন দুই মেয়ে ও স্ত্রীকে ঈদে কাপড়চোপড় কিনে দিতে পারেন। এ সময় তিনি দুই মেয়ের ঈদ উদযাপনের কথা স্মরণ করে কেঁদে ফেলেন।’

তীব্র তাবদাহের কারণে অনেকেই স্ট্রোক করছে, কেউ কেউ মারাও যাচ্ছে। এমন কিছু যদি আপনার সাথেও ঘটে তখন আপনার পরিবারের কী হবে? এমন প্রশ্ন শুনে মুখে একচিলতে বিষাদের হাসি টেনে নাঈম বলেন, ‘ভাই, জন্ম-মৃত্যু আল্লাহর হাতে। তিনি যখন আমাকে ডাক দিবেন তখন তো যেতেই হবে। তার ইচ্ছা ছাড়া তো কিছুই হয় না। আমি মারা গেলে তিনিই আমার পরিবারকে দেখবেন।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102