মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা অভিযোগে সৎপিতার শাস্তির দাবিতে মানববন্ধন মধুপুরে স্বতন্ত্র প্রার্থী কর্নেল আজাদের মতবিনিময় মধুপুরে অ্যাড. মোহাম্মদ আলীর মোটরসাইকেল শোভাযাত্রা   মধুপুরে খাদ্য সংকটে গারো জনপদে বানরের উপদ্রব দিন দিন বাড়ছে মধুপুর ফল্টে ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা মধুপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই আরোহীর মৃত্যু মধুপুরে এক প্রতারক গ্রেফতার টাংগাইলের ৪টি আসনে বিএনপির হ-য-ব-র-ল অবস্থা!!! মধুপুরে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক এসোসিয়েশনের মানববন্ধন মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর

ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না জাল দিয়ে ধরা হচ্ছে পোনা মাছ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বোয়াল, রুই, কাতলা, কার্প, রিঠাসহ বিভিন্ন দেশী মাছের পোনা শিকার করে বাজারে প্রকাশ্যে বিক্রি চলছে। এসব পোনার বেশির ভাগই ধরা হচ্ছে নিষিদ্ধ চায়না জালে। পোনা মাছ ধরা নিষেধ থাকলেও অনেকে তা মানছে না।

ধনবাড়ীসহ সারা দেশে চায়না দুয়ারির ব্যবহার শুরু হয় বছর পাঁচেক আগে। শুরুতে এই জাল চীন থেকে আমদানি করা হলেও এখন এ জাল দেশেই তৈরি হচ্ছে। সূক্ষ¥ জালে গোলাকৃতি বা চারকোনার রড পরিয়ে খোপ খোপ করে বিশেষ ধরনের ফাঁদ তৈরি করা হয়। অল্প বা গভীর, যেকোনো পানিতে এই ফাঁদ পেতে বড় মাছ, পোনা, এমনকি ডিম পর্যন্ত ধরা হয়।

সরেজমিনে দেখা গেছে, ধনবাড়ী বাজার ছাড়াও উপজেলার বীরতারার কেন্দুয়া, রাজার হাট, ধোপাখালী ও ভাইঘাটসহ উপজেলাজুড়ে অর্ধশতাধিক এ নিষিদ্ধ জালের দোকান রয়েছে। অবৈধ জাল ব্যবসায়ীরা ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসসহ বিভিন্ন পরিবহন সংস্থার মাধ্যমে এই জাল ধনবাড়ী এনে বিক্রি করছেন। এতে একদিকে ধ্বংস হচ্ছে মৎস্যসম্পদ ও জলজপ্রাণী, অন্য দিকে হুমকির মুখে পড়েছে মৎস্য উৎপাদন ও জীববৈচিত্র্য। এসব বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বীরকদমতলী ডাকঘরের ইডিডিএ হাবিবুর রহমান বলেন, ধনবাড়ী উপজেলা দেশী মাছের জন্য একসময় প্রসিদ্ধ ছিল। অথচ চায়না দুয়ারি দিয়ে পোনা থেকে শুরু করে বিভিন্ন আকারের মাছ ধরায় নদীসহ প্রাকৃতিক জলাশয় মাছশূন্য হয়ে পড়ছে।

এ বিষয়ে ধনবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আখতার তামান্না বলেন, ২০২৪-২৫ অর্থবছরে এ উপজেলায় মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৩৯ মেট্রিক টন। প্রতি বছর এ উপজেলা থেকে প্রায় ৫ হাজার ৩৯ মেট্রিক টন মাছ উৎপাদন করা হয়। উন্মুক্ত জলাশয় থেকে বর্ষাকালসহ বছরে মাছ আহরণ করা হয় ৪৫০ মেট্রিক টন। চলতি অর্থবছরের শুরুতেই স্থানীয় বিল জলাশয়ে তিনটি অভিযান চালানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102