মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

First Online Newspaper in Madhupur

শিরোনাম :
টাংগাইলে সব ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি র‌্যালি টাংগাইলে বাজার ব্যবস্থা তদারকি করছে পুলিশ প্রশাসন কালিহাতীতে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ করায় জরিমানা তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দেয়া ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হবে থাকবে– হযরত আলী মিঞা আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে টাংগাইলে মশাল মিছিল গোপালপুরে সার্ভেয়ারের উপর হামলা টাংগাইলে সরকারের খাদ্য কর্মসূচির চাল ‘কালোবাজারে বিক্রি’র অভিযোগ সখীপুরে বনের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা গ্রেফতার ভূঞাপুরে বালু উত্তোলন বন্ধে অবরোধ তারেক রহমান ও সালাম পিন্টুসহ নেতৃবৃন্দ খালাস পাওয়ায় মির্জাপুরে বিএনপির আনন্দ মিছিল

ধনবাড়ীতে ম্যারাথন প্রতিযোগীতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী স্পোর্টস লাভারস্ এসোসিয়েশনের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন মাঠে স্পোর্টস লাভারস্ এসোসিয়েশনের উদ্যোগে এ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী নওয়াব এস্টেটের মোতওয়াল্লী আফিফ উদ্দিন আহমাদ।
প্রধান বক্তব্য ছিলেন, স্পোর্টস লাভারস্  এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এডভোকেট সোলায়মান হোসেন।
স্পোর্টস লাভারস্ এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুরের যুগ্ম জেলা জজ এস এম মাসুদ জামান, ধননবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি এম আজিজুর রহমান, পৌর বিএনপি’র সভাপতি এস.এম.এ সোবহান, সরকারি ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
ম্যারাথনে প্রথম স্থানকারী ইমরান হাসান বলেন, আমি পাবনা থেকে ধনবাড়ীতে এসেছি। আজকে ম্যারাথনে প্রথম স্থান করেছি। আমি চাই প্রত্যেকটা জেলা ও  উপজেলাতে এরকম আয়োজন করা হোক। তাহলে সবাই মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে।
তিনি আরও বলেন, আমি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০২২ সালে মেকানিক্যাল বিভাগ থেকে ডিপ্লোমা পাশ করেছি। আমি এ পর্যন্ত ৭০ এর উপরে ম্যারাথনে অংশগ্রহণ করেছি। সব গুলোই প্রথম ও দ্বিতীয় হয়েছি। আমি ৪ বছর ধরে  ম্যারাথনে অংশগ্রহণ করে আসছি। খেলাধুলার পাশাপাশি ম্যারাথনে অংশগ্রহণ করি। পরিবারের সবাই আমাকে সাপোর্ট করে এজন্য আমি এতো দূর পৌঁছাতে পেরেছি।
দ্বিতীয় স্থানকারী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার রাহিম উদ্দিন বলেন, আমি ৯ বছর ধরে পুলিশে কর্মরত আছি। বর্তমানে বাংলাদেশ জেল পুলিশ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্টে কর্মরত রয়েছি। এর পাশাপাশি ম্যারাথনে অংশগ্রহণ করি। আমি এ পর্যন্ত ৩২ টি ম্যারাথমে অংশগ্রহণ করেছি। ৫টি প্রথম, ১১ টিতে দ্বিতীয় ও  ৫ টিতে তৃতীয় হয়েছি।
তিনি আরও বলেন, গত দুই আগে সপ্তাহে খুলনাতে ১০ কিলোমিটার ম্যারাথনে ৩৬ মিনিট সময় লেগেছিল। তখন প্রথম স্থান অধিকার করেছিলাম। গত সপ্তাহে চাঁদপুরে প্রথম হয়েছি ৫ কিলোমিটার ম্যারাথনে সময় গেলেছিল ১৭ মিনিট। আজকে সাড়ে ১১ কিলোমিটার ম্যারাথনে ৪০ মিনিট সময় লেগেছে। আজকে আমি দ্বিতীয় হয়েছি। আমি চাই এরকম আয়োজন প্রতিবছর করা হোক।
স্পোর্টস লাভারস্ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এডভোকেট সোলায়মান হোসেন বলেন, তরুণ প্রজন্মকে মাদকসহ অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখতে খেলাধুলাকে ছড়িয়ে দিতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে ও সুস্থ রাখতে মুঠোফোন এবং ইন্টারনেট জগত থেকে খেলার মাঠে আনতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও এই সংগঠনটি শিক্ষা ও সংস্কৃতি অঙ্গনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সাড়ে ১১ কিলোমিটার ম্যারাথনে ৪০০ জন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পাঁচ জনকে নগদ অর্থ পুরস্কার দেয়া হয়। এছাড়াও পরে বাচ্চাদের খেলাধুলা, কাবাডি, রশি টানাটানি খেলা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©2024 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102
Verified by MonsterInsights