মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলু আটক টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন

মির্জাপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুসহ নেতৃবৃন্দ খালাস পাওয়ায় বিএনপির নির্বাহী কমিটির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদুর রহমান সাঈদ সোহরাব ও মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার নির্দেশে টাঙ্গাইলের মির্জাপুরে একাধিক স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন দলটির নেতাকর্মীরা।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরে ও গোড়াই শিল্পাঞ্চলে এই আনন্দ মিছিল বের করা হয়। উপজেলা সদরের কলেজ রোড থেকে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পুরাতন বাসস্ট্যান্ডে সমাবেশ হয়।

এতে বক্তব্য রাখেন মির্জাপুর পৌর বিএনপির সাবেক সহ সভাপতি খন্দকার মোবারক হোসেন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক দিপু হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, সেলিম হোসেন পৌর যুব দলের আহবায়ক হামিদুর রহমান লাঠু প্রমুখ। পরে পুরাতন বাসস্ট্যান্ডে, পথচারী ও শহরের দোকানীদের মধ্যে নেতৃবৃন্দ মিষ্টি বিতরণ করেন।
অপর দিকে একই সময় উপজেলার গোড়াই শিল্পাঞ্চলেও আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি গোড়াই মিলগেইট এলাকা থেকে বের হয়ে গোড়াই হাটুভাঙা রোডে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সভায় বক্তৃব্য রাখেন মির্জাপুর উপজেলা যুবদল নেতা ইকবাল হোসাইন সুজন, গোড়াই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এম এ জব্বার, গোড়াই শিল্পাঞ্চল শ্রমিকদলের সাবেক দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন রোকন, মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. শাহীন, মির্জাপুর উপজেলা যুবদল নেতা আলমগীর সিদ্দিকী, গোড়াই ইউনিয়ন যুবদল নেতা, রানা আহমেদ অয়ন, আরাফাত হোসেন নূর জাকির, মাসুদ সিদ্দিকী, আজগানা ইউনিয়ন যুবদল নেতা মামুন সিকদার, মির্জাপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহ্বায়ক সাব্বির হোসাইন প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102