মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলু আটক টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন

নাগরপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ ও ভারতীয় আগ্রাসন বন্ধের দাবিতে মোটরসাইকেলযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সকালে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর ও নাগরপুরের তৌহিদী জনতার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়।

মোটরসাইকেলযোগে বহর নিয়ে নাগরপুর সরকারি কলেজ গেট হইতে নাগরপুর সদরের প্রতিটি মোড় ও অলিগলিসহ সহবতপুর, ভারড়া, গয়হাটা, সলিমাবাদ, ধুবুরিয়া, ভাদ্রা, মামুদনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করা হয়।

পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পথ সভা অনুষ্ঠিত হয়। মোটরসাইকেলযোগের এই মিছিল ও পথসভা জোহর নামাজের আগ পর্যন্ত চলে।

পথ সভায় বক্তব্য দেন নাগরপুর বাজার জামে মসজিদ খতিব মাওলানা রফিকুল ইসলাম, নাগরপুর থানা জামে মসজিদ ইমাম ও খতিব মাওলানা আব্দুস সামাদ, সুদামপাড়া দাখিল মাদরাসা সুপার মাওলানা রফিকুল ইসলাম, ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর জেনারেল সেক্রেটারি মাওলানা আল হেলাল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে তা মেনে নেয়া যায় না। তাই ইসকন দ্রুত নিষিদ্ধসহ আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার করতে হবে।

বক্তারা আরো বলেন, ইসকনকে উগ্রবাদী সংগঠন আখ্যায়িত করে বাংলাদেশে সব কার্যক্রম বন্ধসহ ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা ও লুটপাটের সাথে যারা জড়িত তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। ইসকন ফ্যাসিবাদের দোসর। বিগত ১৬ বছর ধরে তারা ফ্যাসিস্ট সরকারের ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে। এখন দেশকে তারা হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টি করে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

ইসকনকে ‘উগ্রবাদী সংগঠন’ আখ্যা দিয়ে বক্তারা বলেন, ইসকনের কার্যক্রম দেশের ধর্মপ্রাণমানুষের বিশ্বাসের ওপর আঘাত করছে। সংগঠনটি নিষিদ্ধ করতে হবে। তারা শান্তির জন্য বড় হুমকি। আমরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, উগ্রবাদী সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইসকন’ আর সনাতন ধর্মাবলম্বী এক নয়। আমরা এ উগ্রবাদী সংগঠনের সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে কথা বলছি। হিন্দু ভাই-বোনদেরও দেশের শান্তির জন্য ইসকনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান করছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102