মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ

মির্জাপুরে সম্পত্তির লোভে অন্তঃসত্ত্বা স্ত্রী‌কে হত্যার অ‌ভি‌যোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপু‌রে অন্তঃসত্ত্বা স্ত্রী‌কে হত্যার অ‌ভি‌যোগ উঠে‌ছে স্বামীর বিরু‌দ্ধে। ‌সম্পত্তির লোভে সৈয়দা হুমাইরাকে (১৯) তার স্বামী হত্যা করেছেন বলে নিহতের বাবা দাবি করেছেন।

শ‌নিবার (১৮ জানুয়া‌রি) বি‌কে‌লে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌ল ম‌র্গে হুমাইরার ময়নাতদন্ত সম্পন্ন হ‌য়। গত শুক্রবার (১৭ জানুয়া‌রি) সকা‌লে হুমাইরার মরদেহ মির্জাপুর হাসপাতালে রেখে পালিয়ে যান স্বামী রা‌কিব হাসান বলে জানায় পরিবার।

নিহত হুমাইরা মির্জাপুর উপ‌জেলার ফ‌তেপুর ইউনিয়‌নের চামা‌রি গ্রামের সৈয়দ আহ‌মেদ হো‌সেন চৌধুরীর মে‌য়ে। তিনি একই এলাকার রা‌কিব হাসানের স্ত্রী।

নিহতের প‌রিবারের অভিযোগ, প্রায় দেড় বছর আগে হুমাইরার সঙ্গে প্রেমের সম্পর্ক গ‌ড়ে তো‌লেন চামারি গ্রা‌মের বখা‌টে রা‌কিব। এক পর্যা‌য়ে জি‌ম্মি ক‌রে হুমাইরা‌কে বি‌য়ে ক‌রেন তিনি। হুমাইরার ভাই-বোন না থাকায় তার বাবার সম্প‌ত্তি নি‌জের না‌মে লি‌খে নিতে নিয়‌মিত চাপ দি‌তে শুরু করেন রাকিব। প্রায়ই সম্প‌ত্তির জন্য স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে ঝগড়া হতো। স্বামীর এমন অ‌নৈতিক চাওয়া এবং মান‌সিক ও শা‌রিরীক নির্যাত‌নের কথা পরিবার‌কে জানা‌তো হুমাইরা। অন্তঃসত্ত্বা হওয়ার পরেও তা‌কে চাপ দি‌তেন রাকিব। গতকাল শুক্রবার নির্যাত‌নের পর হুমাইরাকে শ্বাস‌রো‌ধে হত্যা করা হ‌য়।

হুমাইরার বাবা সৈয়দ আহ‌মেদ হো‌সেন ব‌লেন, “সম্প‌ত্তির লো‌ভে মে‌য়ে‌কে কৌশ‌লে বি‌য়ে ক‌রে‌ রাকিব। ‌বি‌য়ের পরই সম্প‌ত্তির জন্য হুমাইরাকে মারধর কর‌তো সে। মে‌য়েটা‌কে শেষই ক‌রে দিল। এই ঘটনায় থানায় অ‌ভি‌যোগ‌ দেব। মে‌য়ে হত্যার বিচার চাই।”

হুমাইরার খালা‌তো ভাই মঈন আফ্রিদী ব‌লেন, “রা‌কিব এলাকায় নেশা‌খোর হি‌সে‌বে প‌রি‌চিত। কৌশ‌লে হুমাইরার সঙ্গে সম্পর্ক ক‌রে জি‌ম্মি ক‌রে তাকে বি‌য়ে ক‌রে‌ছিল। অন্তঃসত্ত্বা হওয়ার পরেও তা‌কে (হুমাইরা) হত্যার পর মর‌দেহ মির্জাপুর হাসপাতা‌লে রে‌খে পা‌লি‌য়ে‌ছেন তিনি (রাকিব)। বারবার তা‌কে হাসপাতা‌লে আসার কথা ব‌ল‌লেও তিনি আসে‌নি। অপরাধ ক‌রে‌ছেন, তাই পা‌লি‌য়ে‌ছেন।”

টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতালের ফ‌রেন‌সিক বিভা‌গের সহকা‌রী অধ্যাপক র‌কিবুল হাসান খান ব‌লেন, “ময়নাতদন্ত সম্পন্ন হয়ে‌ছে। খুব দ্রুতই প্রতি‌বেদন দেওয়া হ‌বে। নিহতের গলায় ছাড়া শরীরের অন্য স্থা‌নে কোনো আঘা‌তের চিহ্ন পাওয়া যায়‌নি।”

মির্জাপুর থানার ও‌সি মোশারফ হোসেন ব‌লেন, “প‌রিবারের পক্ষে কোনো অ‌ভি‌যোগ না পাওয়ায় অপমৃত্যু মামলা দা‌য়ের হ‌য়েছে। অ‌ভি‌যোগ পাওয়া গে‌লে ও ময়নাতদন্ত ‌রিপোর্ট আসার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102