নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ডেভিল হান্ট অপারেশনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন টাঙ্গাইল পৌর আওয়ামী লীগের সদস্য মুন্না গোয়ালা, কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস খান এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শহর শাখার সহ-সভাপতি ইকবাল হায়াত।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে গ্রেফতারদের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।