টাঙ্গাইলের ধনবাড়ীতে চোরাই মালামালসহ তিন চোর গ্রেপ্তার
ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিনজাপুর গ্রামের মোঃ ফজলুল ইবনে নুরের জামাতা এবিএম আসাদুজ্জামানের বাসায় গত ২৩ এপ্রিল রাত্রি আনুমানিক ১০ ঘটিকা থেকে ভোর পর্যন্ত কোন এক সময় চোরেরা বসত ঘরে রক্ষিত ১৫ হাজার টাকা, দুটি ব্যাটারি বিশিষ্ট একটি আইপিএস, একটি ৩২ ইঞ্চি ওয়ালটন এলইডি টিভি, দুটি সিসি ক্যামেরা, ওয়াইফাই রাউটার চুরি করে নিয়ে যায় ।
এ বিষয়ে ধনবাড়ী আমবাগান নিবাসী আসাদুজ্জামানের শশুর মোঃ ফজলুল ইবনে নুর গত ২৫ এপ্রিল একটি মামলা দায়ের করেন। মামলা নং ১১ ৩৮০/৪৫৭ পেনাল কোড ১৮৬০। এ মামলাটি আমলে নিয়ে ২৪ ঘন্টার মধ্যে চুরি যাওয়া সকল মালামাল উদ্ধার করে ধনবাড়ী থানা পুলিশ ।
এ বিষয়ে টাঙ্গাইল জেলার মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ও পুলিশ পরিদর্শক তদন্ত মীর মোহাম্মদ সেলিম সাহেবের দিকনির্দেশনায় দ্রুত রহস্য উদঘাটন করতে সক্ষম হয় তদন্তকারী অফিসার এসআই (নি:) মোঃ রাজিব হোসেন তালুকদার এবং ধনবাড়ী থানার চৌকস পুলিশ সদস্যবৃন্দ ।
উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিরা হলেন মধুপুর উপজেলার কাইতকাইত গ্রামের মোঃ ইব্রাহিম হোসেনের পুত্র মোঃ হারুন অর রশিদ, একই উপজেলার লোকদেও গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে মোঃ মোজাফফর হোসেন ওরফে মুজা পাগলা, অপরজন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ( চক হাটবাড়ি) বর্তমান ঠিকানা চালাষ উত্তরপাড়া মোঃ আলমাস হোসেনের ছেলে মোঃ হৃদয় হাসান ওরফে লিটনকে একটি ব্যাটারি চালিত অটো সহকারে আটক করা হয় ।
১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তি জবানবন্দী প্রদান-পূর্বক টাঙ্গাইল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চলের সৃষ্টি হয়েছে ।