পবিত্র ঈদুল-আজহা উপলক্ষে টাঙ্গাইলের মধুপুর থানা পুলিশের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২ জুন) দুপুরে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এমরানুল কবীরের উদ্যোগে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেনের সহযোগিতায় উপজেলার ১১ টি ইউনিয়নের শতাধিক গ্রাম পুলিশ সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেয়া হয়।
ঈদ সামগ্রী বিতরণ করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন থানার এস আই শরীফ হায়দার, এস আই আবুল কালাম, এস আই মো: হেলাল উদ্দিন, এস আই রেহেনা প্রমুখ।
মধুপুর থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুল কবীর বলেন, গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। থানা পুলিশের সঙ্গে গ্রাম পুলিশ বিশেষভাবে সম্পৃক্ত রয়েছে। তারা থানা পুলিশকে বিভিন্নভাবে সাহায্য করেন।
তিনি আরো বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ছিনতাই ঘটনা ঘটছে, তাই গ্রাম পুলিশ, স্থানীয় এলাকাবাসী নিয়ে পাড়া মহল্লায় অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
এ জন্যই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)র সহযোগিতায় ঈদ উপলক্ষে গ্রাম পুলিশের সদস্যদের উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদ উপহারের মধ্যে ছিলো সেমাই, চিনি, তেল, ডাউল, লবন, সাবান ইত্যাদি। উপহার সামগ্রী পেয়ে গ্রাম পুলিশরা উপজেলা প্রশাসন ও থানা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান