টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র বাজার ট্রাক অফিসের সামনে থেকে চুরি যাওয়া একটি ট্রাক ভারতের সীমান্তবর্তী চাপাইনবাবগঞ্জ জেলার প্রত্যন্ত এলাকা থেকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশের একটি টিম। মঙ্গলবার(৩ জুন) ভোরে ট্রাকটি উদ্ধার করে আনা হয়।
এরআগে সোমবার(২ জুন) রাতভর মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ও অফিসার ইনচার্জ এমরানুল কবীরের নির্দেশে ইন্সপেক্টর(তদন্ত) রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে।
আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর থানার রহনপুর পৌর সভার ৬নং ওয়ার্ডের নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে চুরি যোওয়া ট্রাকসহ চোর রাসেলকে গ্রেপ্তার করে। রাসেল মধুপুর উপজেলার জলছত্র এলাকার মজনু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গত ২৬ মে সকাল সাড়ে ৯টার দিকে মধুপুরের জলছত্র ট্রাক অফিসের সামনে থেকে ঢাকা মেট্রো-ড-১৪-৪৮০৩ ট্রাকটি চুরি হয়। পরে ট্রাকের মালিক টুটুল বাকালি তার চালককে ফোনে না পেয়ে মধুপুর থানায় ট্রাক হারানোর একটি ‘মিসিং ডায়েরি’ করেন। এর সূত্রে ধরে তথ্য প্রযুক্তি, সোর্স নিয়োগ ও সিসিটিভি ফুটেজ মনিটরিং করে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবীর রুবেল জানান, উদ্ধারকৃত ট্রাকটি থানার হেফাজত রয়েছে এবং অভিযুক্ত রাসেলকে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে।