মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক

টাংগাইলে ঈদসামগ্রী নিতে এসে অসুস্থ হয়ে এক বৃদ্ধার মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইলে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে ঈদসামগ্রী নিতে এসে অসুস্থ হয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় প্রচণ্ড রোদ ও গরমে অন্তত আরো ৫ জন নারী অসুস্থ হয়ে পড়েন।

নিহত আমেনা বেগম উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকার বাসিন্দা মৃত ফারুক আহমেদের স্ত্রী।

জানা যায়, লাবীব গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকার ৪ হাজার হত-দরিদ্রদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এ সময় অতিরিক্ত ভিড় ও প্রচণ্ড রোদে বয়স্ক নারী-পুরুষরা অস্বস্তিতে পড়েন। এ সময় আমেনা বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর কিছুক্ষণ পর আরো ৪-৫ জন নারীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।নিহতের ছেলে সুজন বলেন, ‘আমার মায়ের হার্টে সমস্যা ছিল। আমি মাকে সেখানে যাওয়ার জন্য না করেছিলাম। পরে মায়ের মৃত্যুর বিষয়টি মোবাইলের মাধ্যমে হাসপাতাল থেকে জানানো হয়।

ঈদের উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ‘উপহারসামগ্রী হাতে নেওয়ার পরপরই এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। পরে আমি নিজে উপহারসামগ্রী বিতরণকারী স্বেচ্ছাসেবক টিম নিয়ে হাসপাতালে যাই। অসুস্থদের সুচিকিৎসার ব্যবস্থা করি। নিহতের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।’

বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।

তিনি বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছে তার পরিবার।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102