টাঙ্গাইলের বাসাইলে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে ঈদসামগ্রী নিতে এসে অসুস্থ হয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় প্রচণ্ড রোদ ও গরমে অন্তত আরো ৫ জন নারী অসুস্থ হয়ে পড়েন।
নিহত আমেনা বেগম উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকার বাসিন্দা মৃত ফারুক আহমেদের স্ত্রী।
জানা যায়, লাবীব গ্রুপের চেয়ারম্যানের পক্ষ থেকে সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকার ৪ হাজার হত-দরিদ্রদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণের আয়োজন করা হয়। এ সময় অতিরিক্ত ভিড় ও প্রচণ্ড রোদে বয়স্ক নারী-পুরুষরা অস্বস্তিতে পড়েন। এ সময় আমেনা বেগম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর কিছুক্ষণ পর আরো ৪-৫ জন নারীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।নিহতের ছেলে সুজন বলেন, ‘আমার মায়ের হার্টে সমস্যা ছিল। আমি মাকে সেখানে যাওয়ার জন্য না করেছিলাম। পরে মায়ের মৃত্যুর বিষয়টি মোবাইলের মাধ্যমে হাসপাতাল থেকে জানানো হয়।
ঈদের উপহারসামগ্রী বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ‘উপহারসামগ্রী হাতে নেওয়ার পরপরই এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। পরে আমি নিজে উপহারসামগ্রী বিতরণকারী স্বেচ্ছাসেবক টিম নিয়ে হাসপাতালে যাই। অসুস্থদের সুচিকিৎসার ব্যবস্থা করি। নিহতের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে।’
বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
তিনি বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলাম। কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ বাড়িতে নিয়ে গেছে তার পরিবার।’