কৃষিই সমৃদ্ধি, এ বিষয়টিকে উপজীব্য করে, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প ও কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কৃষি মেলা ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
৮ জুন (মঙ্গলবার) দুপুরে মধুপুর উপজেলা চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মধুপুর এর আয়োজনে তিনদিন ব্যাপী এ কৃষি মেলার উদ্বোধন করা হয়। আর এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইল এর উপপরিচালক মো. আশেক পারভেজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নার্সারী মালিক মো. হানিফ, দৈনিক প্রগতির আলোর সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আতিয়ার রহমান, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা টাঙ্গাইল এর মো. দুলাল উদ্দিন। এর আগে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রাকিব আল রানা।
আলোচনা অনুষ্ঠানের আগে মেলা উদ্বোধনের সময় প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ ঘুরে ঘুরে মেলায় অংশ গ্রহণকৃত সকল স্টল পরিদর্শন করেন। এবং সরকার নিষিদ্ধ পরিবেশ ধ্বংসকারী ৪০ হাজার মেলেরিয়া গাছের চারা ধ্বংস করেন।