টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকশা চোর সন্দেহে ফালু মিয়া (৫০) নামে অটোচালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিয়ারত আলী নামে এক অটোরিকশা মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই) ভোররাতে মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি গুচ্ছগ্রামে (আশ্রয়নকেন্দ্রে) এই ঘটনা ঘটে। নিহত ফালু মিয়ার পিতার নাম আব্দুল জলিল মিয়া।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামুর্কি গুচ্ছ গ্রামের (আশ্রয়নকেন্দ্রের) বাসিন্দা ইন্তাজ আলীর ছেলে জিয়ারত আলীর অটোরিকশা গ্যারেজ রয়েছে। ফালু মিয়া তার অটোরিকশা ভাড়ায় চালান। গত মঙ্গলবার দুপুরে ফালু অটোরিকশা নিয়ে পাকুল্যা বাস স্টেশনে যান। এ সময় একটি চক্রের সদস্যরা যাত্রীর ছদ্মবেশে ফালুকে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কদিমধল্যা সার্ভিস লাইনে নিয়ে যান। কিছুদূর যাওয়ার পর ফালু মিয়াকে হত্যার ভয় দেখিয়ে অটোরিকশাটি ছিনতাই করে চম্পট দেয় তারা। ফালু ফিরে এসে অটোরিকশা মালিক জিয়ারত আলীকে ঘটনাটি খুলে বলে।
তবে বিষয়টি মেনে নেয়নি জিয়ারত। এসময় ক্ষিপ্ত হয়ে ফালুকে চোর অপবাদ দিয়ে বেদম মারধর করে। মারধরে ফালু অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ফালুর মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, অটোরিকশা চুরির অপবাদে জামুর্কি এলাকায় ফালু মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে জিয়ারত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।