টাঙ্গাইলে পরিবেশের জন্য ক্ষতিকর আড়াই হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে সদর উপজেলার গোটবাড়ী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তারের নেতৃত্বে এ অভিযান হয়।
এর আগে গত ১৫ মে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত পর্যায়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে ইউক্যালিপটাস ও আকাশমণিগাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রয় নিষিদ্ধ করে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।