টাঙ্গাইলের কালিহাতীতে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে সৌরভ (১০) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে উপজেলার পাছজোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সৌরভ জেলার ঘাটাইল উপজেলার মাকরাই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সৌরভ বোনের শ্বশুরবাড়ির পাশের পুকুরে কলা গাছের ভেলা ভাসিয়ে খেলছিল।