মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

টাংগাইলে দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩২ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের চিলাবাড়ীর হাটখোলা খেলার মাঠে দৃষ্টিপ্রতিবন্ধীদের মনোমুগ্ধকর হাডুডু খেলা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে হাডুডু খেলা দেখে হাজারো দর্শনার্থী আনন্দে মেতে উঠেন।

খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

দুই দলে বিভক্ত হয়ে বিভিন্ন বয়সী ১৪ জন দৃষ্টিপ্রতিবন্ধী খেলায় অংশ নেন।

খেলা দেখতে কয়েক হাজার দর্শক হাটখোলা খেলার মাঠে উপস্থিত হন। দৃষ্টিপ্রতিবন্ধীদের মনোমুগ্ধকর খেলার কৌশল দেখে দর্শকরা আবেগাপ্লুত হয়ে উঠেন।দর্শনার্থীরা জানান, দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়দের হাডুডু খেলার কৌশল দেখে তারা আনন্দ পেয়েছেন। মাঝেমধ্যে যদি এমন খেলার আয়োজন করা হয় তাহলে যুবসমাজ মাদক থেকে দূরে থেকে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে উঠবে।

খেলায় অংশ নেওয়া দৃষ্টিপ্রতিবন্ধী শওকত সিকদার জানান, দীর্ঘ ২০ বছর ধরে হাডুডু খেলায় অংশগ্রহণ করছেন তিনি। তাদের ৭ জন প্রতিবন্ধীর একটি দল আছে। তারা টাঙ্গাইল ছাড়াও দেশের বিভিন্ন জেলায় গিয়ে খেলায় অংশ নিয়ে থাকেন। প্রায় সময়ই তারা জয়লাভ করেছেন।

এ খেলা তাদের কাছে অনেক ভালো লাগে।প্রধান অতিথি ফরহাদ ইকবাল বলেন, ‘দৃষ্টিপ্রতিবন্ধীদের সমন্বয়ে জাতীয় খেলা হাডুডু দেখে খুবই ভালো লেগেছে। কয়েক হাজার দর্শক এ খেলা দেখতে এসে কেউই আশাহত হয়নি। সবাই নির্মল আনন্দ উপভোগ করেছে। প্রতি বছর এমন খেলার আয়োজন করা দরকার।

স্থানীয় যুব সমাজের ব্যানারে আয়োজনে সমাজসেবক বাচ্চু মিয়ার সভাপতিত্বে দৃষ্টিপ্রতিবন্ধীদের হাডুডু খেলায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102