মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ মধুপুরে ভিক্ষুক পুনর্বাসনে উপহার সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক মধুপুরের পাহাড়ীয়া গড়াঞ্চলে নতুন ধরনের আদা চাষে কৃষকরা আনন্দে চাপড়ী ও গারো বাজারে হোটেলে মোবাইল কোর্ট, ২৩ হাজার টাকা জরিমানা মধুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

টাংগাইলে ৫ দফা দাবিতে জামায়াতের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে ৫ দফা দাবিতে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।

দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এসময় জেলা আমীর ও টাঙ্গাইল সদর আসনে মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আমাদের যৌক্তিক ৫টি দাবি মেনে নিন।

ঘোষিত সময়ে নির্বাচন দিন। কালো টাকার প্রভাব ও পেশিশক্তির বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুন। ছাত্র-জনতার বিপ্লবের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেবেন না। এখনো সকল জায়গায় বৈষম্য বিদ্যমান।
বিপ্লবের পরও আমরা চাঁদাবাজির শিকার হচ্ছি। যারা ফ্যাসিস্ট ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চাচ্ছেন তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। আমাদের নারীদের মিটিংগুলোতেও হামলার ঘটনা ঘটছে। এসব কোনো ভালো লক্ষণ নয়। এসবের বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ হয়েছে। 

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ জনগণকে নেতার পেছনে ঘুরতে হবে না; বরং জামায়াতের নেতারাই জনগণের সেবক হয়ে ঘরে ঘরে গিয়ে মানুষের প্রয়োজন পূরণ করবে ইনশাআল্লাহ। শিক্ষকদের বাড়িভাড়াসহ যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষাক্ষেত্রে উন্নয়নকে ত্বরান্বিত করুন।

মানববন্ধনে রাস্তার দুই পাশে অসংখ্য নেতাকর্মী ৫ দফা দাবি সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন  করে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ডা. এ কে এম আব্দুল হামিদ, ইয়াহিয়া খান মারুফ, অ্যাডভোকেট সরকার কবির উদ্দিন, সদর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102