টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে ৫ দফা দাবিতে বুধবার (১৫ অক্টোবর) বিকেলে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।
দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এসময় জেলা আমীর ও টাঙ্গাইল সদর আসনে মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। আমাদের যৌক্তিক ৫টি দাবি মেনে নিন।
তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ জনগণকে নেতার পেছনে ঘুরতে হবে না; বরং জামায়াতের নেতারাই জনগণের সেবক হয়ে ঘরে ঘরে গিয়ে মানুষের প্রয়োজন পূরণ করবে ইনশাআল্লাহ। শিক্ষকদের বাড়িভাড়াসহ যৌক্তিক দাবি মেনে নিয়ে শিক্ষাক্ষেত্রে উন্নয়নকে ত্বরান্বিত করুন।
মানববন্ধনে রাস্তার দুই পাশে অসংখ্য নেতাকর্মী ৫ দফা দাবি সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন প্রদর্শন করে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির, সহকারী সেক্রেটারি হোসনে মোবারক বাবুল, অধ্যাপক শফিকুল ইসলাম খান, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, আহসান হাবিবুল্লাহ দেলোয়ার, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশী, শহর আমীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন বাদল, ডা. এ কে এম আব্দুল হামিদ, ইয়াহিয়া খান মারুফ, অ্যাডভোকেট সরকার কবির উদ্দিন, সদর উপজেলা সেক্রেটারি আলমগীর হোসেন, শহর সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।