টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের পক্ষে ব্যতিক্রমী রিকশা শোভাযাত্রা অনুষ্ঠতি হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল শহরের সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলজেরে সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষণি করে পুনরায় কলজেরে সামনে গিয়ে শষে হয়। বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ এতে অংশ নেয়।








