মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের আট আসনেই জমজমাট প্রচার চলছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাঙ্গাইলের আট আসনেই জমজমাট প্রচার চলছে। ধারণা পাওয়া গেছে, এখানকার বেশ কিছু আসনে বিএনপির সঙ্গে লড়াই হবে বিদ্রোহী, জামায়াত ও কৃষক শ্রমিক জনতা লীগের।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। তবে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য মোহাম্মদ আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একইভাবে বিএনপির আরেক সংগঠক আফিফ উদ্দিন আহমাদও মনোয়নপত্র সংগ্রহ করেছেন। এ আসনে বিএনপি থেকে বহিষ্কৃত অবসরপ্রাপ্ত কর্নেল আসাদুল ইসলাম আজাদ, এনসিপির সাইদুল ইসলাম ও জাতীয় পাটির মো. ইলিয়াস আলী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মোন্তাজ আলী, ইসলামী আন্দোলনের হারুন অর রশীদ। ভোটারদের তথ্য অনুযায়ী, এ আসনে মূলত লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান, একাধিকবারের সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু। তিনি এলাকায় জনপ্রিয়। অন্যদিকে জামায়াতের প্রার্থী হয়েছেন দলের জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবির। প্রার্থী হিসেবে আরও রয়েছেন গণঅধিকার পরিষদের শাকিল উজ্জামান, খেলাফত মজলিসের মুফতি আবদুুল মালেক ও ইসলামী আন্দোলনের মুফতি ফজলে রাব্বী ভূঞাপুরী।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) : এ আসনে বিএনপি থেকে লড়ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস এম ওবায়দুল হক নাসির। তবে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী লুৎফর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম। এ ছাড়া প্রার্থী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর হুসনী মোবারক বাবুল, এনসিপির সাইফুল্লাহ হায়দার, খেলাফত মজলিসের মুফতি বছির উদ্দিন বিপ্লবী, ইসলামী আন্দোলনের মাওলানা রেজাউল করিম, স্বতন্ত্র মো. শাহজাহান মিঞা ও আইনিন নাহার। ওয়াকিবহাল সূত্র বলছেন, এ আসনেও মূলত বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে জামায়াত প্রার্থীর।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) : আসনটিতে বিএনপি থেকে লড়ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. লুৎফর রহমান মতিন। এ আসন থেকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার আবদুল হালিম মিঞা ও ড্যাব নেতা অধ্যাপক ডা. শাহ আলম তালুকদার। জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন দলের জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আবদুুর রাজ্জাক, ইসলামী আন্দোলনের আলী আমজাদ হোসেন, খেলাফত মজলিসের মুফতি আবদুর রহমান মাদানী, এনসিপির মেহেদী হাসান বিন সিদ্দিক। তবে এ আসনে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী দাঁড়ালে ভোটের হিসাব অনেকটাই পাল্টে যেতে পারে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। সে ক্ষেত্রে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ব্যক্তি লতিফ সিদ্দিকী বনাম বিএনপির প্রার্থীর মধ্যে।

টাঙ্গাইল-৫ (সদর) : এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এখানেও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ও সদর উপজেলা বিএনপির সদস্য সৈয়দ খালেদ মোস্তফা। আসনটিতে জামায়াতে ইসলামীর প্রার্থী জেলা আমির আহসান হাবিব মাসুদ, ইসলামী আন্দোলনের আলহাজ আকরাম আলী, খেলাফত মজলিসের মাওলানা ছানোয়ার হোসেন সরকার, জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি শরিফুল ইসলাম কাসেমী, খেলাফত মজলিসের শহীদুল ইসলাম।

টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) : বিএনপি থেকে এ আসনে মনোনয়ন পেয়েছেন নাগরপুর উপজেলা বিএনপির সদস্য রবিউল আওয়াল। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সদস্য মো. ইকবাল হোসেন খান, ছাত্রদল নেতা আতিকুর রহমান, বিএনপি সমর্থক জুয়েল সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি শরিফুল ইসলাম স্বপন, যুক্তরাজ্যপ্রবাসী সমাজসেবী মোহাম্মদ মাইনুল আলম খান, বিএনপি সংগঠক পনির মিয়া, মো. আশরাফুল ইসলাম, মো. শরীফুল ইসলাম, রিপন মিয়া ও মো. সুমন মিয়া। এদিকে জামায়াতের প্রার্থী হয়েছেন জেলা কর্মপরিষদ সদস্য ডা. এ কে এম আবদুুল হামিদ। এ ছাড়া প্রার্থী হয়েছেন এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মেজর (অব.) মোহাম্মদ সালাউদ্দিন, ইসলামী আন্দোলনের আঁখিনূর মিয়া, গণঅধিকার পরিষদের ইঞ্জিনিয়ার কবীর হোসেন, খেলাফত মজলিসের আবদুল মান্নান শেখ ও জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি মাহফুজুর রহমান। এ আসনেও মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিএনপি ও জামায়াতের মধ্যে।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) : আসনটিতে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির কেন্দ্রীয় সহসংস্কৃতিবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোরহাব, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক দিপু হায়দার খান, বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ফিরোজ হায়দার খান। এদিকে জামায়াতের প্রার্থী হয়েছেন জেলা শিক্ষাবিষয়ক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ তালুকদার, গণঅধিকার পরিষদ থেকে তোফাজ্জল হোসেন, খেলাফত মজলিস থেকে মুফতি আবু তাহের তালুকদার, ইসলামী আন্দোলন থেকে এ টি এম রেজাউল করিম আল রাজি, স্বতন্ত্র মোহাম্মদ আবদুুল্লাহ এবনে আবুল। এ আসনেও মূল প্রতিদ্বন্দ্বিতা বিএনপি ও জামায়াতের মধ্যে।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) : বিএনপি থেকে এ আসনে লড়ছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির মনোনয়ন চাওয়া সালাউদ্দিন আলমগীর রাসেল ও হাবিবুর রহমান কামাল। এ ছাড়া মনোনয়নপত্র তুলেছেন বিএনপি থেকে বহিষ্কৃত সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম হাবিবুর রহমান, আওয়াল মাহমুদ, শফিকুল ইসলাম খান ও শহিদুল ইসলাম। এ আসনে ভোটের মাঠে আছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনীর প্রধান ও সাবেক এমপি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম। আরও আছেন জামায়াতে ইসলামীর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম খান, ইসলামী আন্দোলনের মাওলানা আবদুল লতিফ মিয়া, খেলাফত মজলিসের মাওলানা শহীদুল ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের মুফতি রুহুল আমিন। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচনে অংশ নিলে ভোটের হিসাবনিকাশ উল্টে যাবে বলে অনেকে মনে করছেন। সে ক্ষেত্রে আসনটিতে মূল লড়াই হতে পারে কাদের সিদ্দিকী, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে।

সুত্র-বাংলাদেশ প্রতিদিন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102