মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

টাংগাইলে র‍্যাবের পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে র‍্যাবের পৃথক পাঁচটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ডাকাতি ও হত্যা মামলার আসামিসহ মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, টাঙ্গাইল ও পার্শ্ববর্তী জেলাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানে সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে কালিহাতি থানার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় রাজশাহীর বাঘা থানার মহর সরদার নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার হেফাজত থেকে বিশেষ কায়দায় সংরক্ষিত ১০০ বোতল ফেন্সিডিল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ টাকা।

দ্বিতীয় অভিযানে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে কালিহাতি থানার বল্লাবাড়ি কবরস্থান সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিক্রয়রত অবস্থায় মাদক কারবারি ময়না বেগম, শাহাদাৎ হোসেনকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে ৩২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৩২ লাখ ৫০ হাজার টাকা।

তৃতীয় অভিযানে টাঙ্গাইল ঢাকা মহাসড়কে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি তাওহিদুল ইসলামকে ঢাকার সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে র‍্যাব ১৪ ও র‍্যাব ৪ এর যৌথ দল অংশ নেয়।

চতুর্থ অভিযানে সিরাজগঞ্জ সদর থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারনামীয় আসামি গোলাম মোস্তফাকে টাঙ্গাইলের মির্জাপুর থানার গোড়াই খামারপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ২০২৫ সালের জুন মাসে এক গৃহবধূকে নির্যাতনের মাধ্যমে হত্যার অভিযোগ রয়েছে।

পঞ্চম অভিযানে যাত্রীবেশে বাসে উঠে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন হয়রানির ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি নাঈমকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার করা সব আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102