মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
বিনিময় বাসে শিক্ষার্থীর সঙ্গে অশালীন আচরণ, করটিয়ায় বাস আটক টাংগাইলে পুলিশের বিশেষ অভিযানে ৮জন গ্রেফতার জাতীয় সংসদ নির্বাচন, সাংবাদিকদের কার্ড পেতে অনলাইনে আবেদন কাল থেকে সারা দেশে এলপিজি সরবরাহ বন্ধের হুমকি মধুপুরে অতিরিক্ত মূল্যে এলপি গ্যাস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা মধুপুরে মহিষমারা কলেজে সাধারণ শিক্ষার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হয় ‘উৎপাদনমুখী শিক্ষা’ টাংগাইলে ভোটার বেড়েছে ১ লাখ ৮৭ হাজার জন আইপিএলের সব খেলা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ মধুপুরে সংবাদের জেরে নদীর কিনার থেকে লাশ উত্তোলন মধুপুরে আত্মহত্যার লাশ হওয়ায় বংশাই নদীতে দাফন

টাংগাইলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের পাঁচ সদস্য গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল র‌্যাব-১৪ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে, গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গভীর রাতে টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে প্রথমে বেল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের মরহুম আমিনুল ইসলামের ছেলে বেল্লাল হোসেন (৩৩) ও নলশোধা গ্রামের মরহুম কুব্বাত আলীর ছেলে জয়নাল আবেদীন (৫২), টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকার মরহুম রজব আলীর ছেলে আনোয়ার হোসেন (৫২), দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের মরহুম নুর মোহাম্মদ মিয়ার ছেলে আল আমিন (২৮) এবং নাগরপুর উপজেলার চর লক্ষীপুর এলাকার অনন্ত ব্যানার্জীর ছেলে অপূর্ব ব্যানার্জী (৪৩)।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতার করার পর তাদের কাছ থেকে মোবাইলফোন, নগট টাকা, ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রার্থীদের প্রবেশপত্র, প্রার্থীদের মূল সার্টিফিকেট জব্দ করা হয়। আটকদের মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সাথে প্রশ্নপত্র ও চাকরি দেয়ার নামে টাকা আদান-প্রদানের কথোপকথনসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে।

র‌্যাব-১৪ সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, ‘বৃহস্পতিবার ঢাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সদস্য মাহবুবকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যমতে বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইলের সখীপুরে অভিযান চালিয়ে প্রথমে বেল্লাল হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।

পরে বেল্লাল হোসেনের দেয়া তথ্যের ভিত্তিতে অন্য চারজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্ল্যাংক চেক, স্ট্যাম্প পেপার, প্রার্থীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র এবং প্রার্থীর আসল সার্টিফিকেট জব্দ করা হয়। গ্রেফতারদের নামে শেরে বাংলা নগর থানায় প্রাথমিক শিক্ষা অধিদফতর মামলা দায়ের করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102