টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে চার ব্যবসায়ীকে ৯ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৭ জানুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন।
জরিমানা করা ব্যবসায়ীদের মধ্যে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাওয়ের শহিদুল দেওয়ানকে তিন লাখ, তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের ইলিয়াস শিকদারকে তিন লাখ, আজগানা ইউনিয়নের চিতেশ্বরী গ্রামের আহাদ শিকদার দুই লাখ ও কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের শাহিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, অভিযুক্তরা উপজেলার পাহাড়ি অঞ্চলের আজগানা, বাঁশতৈল ও তরফপুর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে রাতের আধারে টিলার লাল মাটি কেটে ভারী ড্রাম ট্রাকে বিভিন্ন ইট ভাটায় পরিবহন করে থাকে।
এতে পাহাড়ি এলাকার পাকা রাস্তা ভেঙে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া টিলা কাটায় ভূমিধস, জীববৈচিত্র, ভূমিকম্পের ঝুঁকি বৃদ্ধি ও প্রাকৃতিক পরিবেশের চরম বিপর্যয় ঘটছে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন অভিযান চালিয়ে মাটি কাটা ও পরিবহন করার সময় নয়টি ভারী ড্রাম ট্রাক ও একটি ভেকু মেশিন আটক করেন। পরে বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যবসায়ীদের কাছ থেকে নয় লাখ টাকা জরিমানা আদায় করেন।
এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, গত বছর পাহাড়ি এলাকার টিলার লাল মাটি কাটায় পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল কার্যালয় মাটি ব্যবসায়ী রোকন মিয়া, শহিদুল, আমিনুর, জুলহাস মিয়া ও জাহাঙ্গীর দেওয়ানসহ অর্ধশত ব্যক্তির নামে আদালতে একাধিক মামলা করেছেন। আদালতে মামলা চলমান থাকার পরও আসামিরা প্রশাসনকে তোয়াক্কা না করেই চলতি বছরও টিলার লালমাটি কাটা অব্যাহত রেখেছেন বলে দাবি স্থানীয়দের।