বাংলাদেশের জাতীয় নির্বাচন ব্যাহত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহসীন হলের সাবেক জিএস সাঈদুর রহমান সাইদ সোহরাব।
শনিবার (১২ জুলাই) দুপুরে মির্জাপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ কোরআন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের উন্নয়ন এবং ‘জাতীয় ফতোয়া বিভাগ’-এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইসলামী মাহফিল অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সাঈদুর রহমান সাইদ সোহরাব বলেন, ‘যেভাবে আমরা সব ষড়যন্ত্র ছিন্ন করে স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাত করেছি। সেভাবে সব ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করব।