অর্ডার না থাকায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের মমিননগর এলাকার অন্যতম ‘বার্ডস অ্যান্ড জেড লিমিটেড’ কারখানার উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৯ আগস্ট) এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ।
তবে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না কারখানার শ্রমিকরা। রবিবার সকালে বিষয়টি জানার পর সকাল ১১টার দিকে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
খবর পেয়ে সেনা সদস্য ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বললে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন।
কারখানা কর্তৃপক্ষের জারি করা নোটিশ থেকে জানা যায়, মহামারি কোভিড-১৯, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে দীর্ঘদিন ধরে বিদেশি রপ্তানি অর্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। এ সময় সাব-কন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদন চালু রাখার চেষ্টা করা হলেও বর্তমানে তাও বন্ধ হয়ে গেছে। ফলে প্রতিষ্ঠানটি ধারাবাহিক লোকসানে পড়েছে এবং নতুন কোনো রপ্তানি অর্ডার সংগ্রহ সম্ভব হচ্ছে না।
এমন পরিস্থিতিতে, বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১২ (১) ও ১২ (৮) ধারার আলোকে রবিবার (১০ আগস্ট) থেকে সকল সেকশনের কাজ বন্ধ রেখে শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের লে-অফ ঘোষণা করা হয়েছে। লে-অফকালীন সময়ে কর্মস্থলে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই।নোটিশে আরো বলা হয়েছে, ভবিষ্যতে বৈদেশিক রপ্তানি বা সাব-কন্ট্রাক্ট অর্ডার পাওয়া গেলে উৎপাদন শুরুর তারিখ ও সময় নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এ ছাড়া বার্ডস গ্রুপের অন্তর্ভুক্ত বার্ডস অ্যান্ড জেড লিমিটেডে এক বছরের বেশি চাকরিকাল সম্পন্ন করা শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ প্রদান করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, শ্রমিকদের বিক্ষোভের কথা জানতে পেরে সেনা সদস্য, থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বার্ডস অ্যান্ড জেড লিমিটেড কারখানার ম্যানেজার সাদত আনোয়ার বলেন, ‘বায়ারের পক্ষ থেকে অর্ডার না পাওয়ায় কারখানার উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অর্ডার পেলে কারখানা চালু করা হবে। তবে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের ক্ষতিপূরণ দেয়া হবে।’