আসন্ন ২৩ অক্টোবর বৃহস্পতিবার ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী বাজার সিরাজনগর (গারোবাজার) পরিচালনা কমিটির নির্বাচন উপলক্ষে জমে উঠেছে প্রচার প্রচারণা। ব্যস্ত সময় পার করছেন নানা পদের প্রার্থীরা। দ্বারে দ্বারে প্রার্থীরা ঘুরছেন ব্যবসায়ি ভোটারদের নিকট ভোট প্রার্থনা করে।
নির্বাচন উপলক্ষে বাজারের বিভিন্ন মার্কেট, দোকান, গলি, মোড়গুলো ও আনাচে-কানাচে লিফলেট, পোস্টার, ব্যানারে এক বাহারী সাজে সেজেছে, বাদ যায়নি আশপাশের পাড়া মহল্লার মোড় ও দোকানগুলোও। ঘর মালিক, দোকান মালিক ও অন্যান্য ভোটারদের মাঝেও আনন্দঘণ পরিবেশ বিরাজ করছে। এ যেন নতুন এক উৎসবের আমেজ বিরাজ করছে বাজারের প্রতিটি পয়েন্টে।
নির্বাচন কমিশনার সাজ্জাদ রহমান আমাদের মধুপুরকে জানিয়েছেন, আগামী ২৩ অক্টোবর বৃহস্প্রতিবার সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । মোট ভোটার সংখ্যা ৫৮৭ জন এবং বিভিন্ন পদে প্রার্থী হয়েছেন মোট ৩২ জন। ১ জন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহর না করে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন। এখন ৩১ জন প্রতিদন্ধীতা করবেন। এছাড়া এখনো নির্বাচনে অনিয়মের কোন লিখিত অভিযোগ পাইনি। যদি কোন প্রার্থী লিখিত ভাবে প্রমাণসহ কোন অভিযোগ দেয় তাহলে নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের দায়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রার্থীরা ভোট প্রার্থনা করতে গিয়ে বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাজারের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতির ফুলঝুরি দিচ্ছেন ।
আনারস কাঠালের জন্য বিখ্যাত ও সারাদেশে সুপরিচিত গারোবাজারে এতো উৎসব মুখর নির্বাচন এই প্রথম। এছাড়া এ নির্বাচনের মাধ্যমে সদস্যদের আকাঙ্খিত লক্ষ্য পূরণে আরও একধাপ এগিয়ে যাবে বলেও ধারণা করা হচ্ছে। নির্বাচিত নতুন কমিটি বাজারের সকল ব্যবসায়ীদেরকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও সমৃদ্ধ বাজার কমিটি গঠনে কাজ করবে এমনটাই প্রত্যাশা বাজারের সাধারণ ব্যবসায়ি সাধারণ জনগণের।