টাঙ্গাইলের সখীপুরে ভক্তের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয় বাউল এম এ হানিফ সরকারের বাৎসরিক ওরশ বন্ধ করে দিয়েছে পুলিশ।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে সখীপুর থানা পুলিশ অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে রোববার (৩০ নভেম্বর) ভুক্তভোগী এক নারী থানায় লিখিত অভিযোগ দেন বলে জানা গেছে।
প্রতিবেদকের সাথে মোবাইল ফোনে কথা হয় অভিযোগকারী ওই নারীর। তিনি জানান, প্রায় ১০ বছর আগে হানিফ বাউলের সাথে পরিচয় হয় তার। পরে তিনি তার মুরিদ হন। অভিযোগকারী নারীর দাবি, মুরিদ হওয়ার কিছুদিন পর থেকেই কথিত বাউল তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতে শুরু করেন।
ভুক্তভোগী নারী মোবাইল ফোনে জানান, হানিফ বাউল তাকে বলতেন—‘আমি তোমার জগৎস্বামী। আমার কথা না শুনলে ইহকাল-পরকাল কোনোটাই পাবে না।’ এই ভয় দেখিয়েই তিনি দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করতেন বলে অভিযোগ করেন তিনি।
ওই নারী বলেন, ‘আমার স্বামী বাড়ির বাইরে থাকলে ওই বাউল রাতে আমার বাড়িতে থেকে সকালে চলে যেতেন। বিষয়টি স্বামী জানতে পারলে সংসার ভেঙে যায়।’ পরে আরেক জায়গায় বিয়ে হলেও সেখানেও একইভাবে সম্পর্ক চলতে থাকে, যা জানার পর দ্বিতীয় স্বামীও তাকে ছেড়ে চলে যান।
ভুক্তভোগী নারী আরো বলেন, ‘তার কারণে আমার দুটি সংসার নষ্ট হয়েছে। প্রথম ঘরের সন্তানটির মুখও আর দেখতে পারি না। আমি হানিফ বাউলের বিচার চাই।’
অভিযুক্ত হানিফ বাউলকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন। এরপরে বারবার চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, হানিফ বাউলের ওই মেলায় অনৈতিক কার্যকলাপ হয় এমন অভিযোগ ছিল। সেই সাথে গাজীপুরের বাসন থানার এক নারীও ওই বাউলের বিষয়ে অভিযোগ দিয়েছে। ঘটনাস্থল বাসন থানার আওতায় হওয়ায় অভিযোগটি সেখানে স্থানান্তর করা হয়েছে। তাছাড়া ওই মেলার বিষয়ে তারা প্রশাসনের অনুমতিও নেয়নি। তাই মেলাটি বন্ধ করে দেয়া হয়েছে।