টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনিবাহী পরিষদের পরিচিতি সভা মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের ভিআইপি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
অনুষ্ঠান উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ। টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক মামুনুর রহমান মিয়া এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সাংবাদিক শামীম আল মামুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, বিশিষ্ট সাংবাদিক ও আইনজীবী আতাউর রহমান আজাদ, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, আলী ইমাম তপন, আব্দুর রউফ, টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।
কমিটির অন্যরা হলেন- সময় টিভির কাদির তালুকদার, ডিবিসি নিউজের সোহেল তালুকদার ও এসএ টিভির আহমেদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল ২৪ এর মো: মাসুদ রানা, দীপ্ত টিভির সুমন খান বাবু, দেশ টিভির অভিজিৎ ঘোষ, কোষাধ্যক্ষ জিটিভির সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক এ টি এন নিউজের নওশাদ রানা সানভি, সাহিত্য সম্পাদক গ্লোবাল টিভির রুমি আক্তার পলি, ক্রীড়া সম্পাদক এখন টিভির কাওছার আহমেদ, দফতর ও প্রচার সম্পাদক নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান।
এছাড়া কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- চ্যানেল আই’র মো: মুসলিম উদ্দিন আহমেদ, একুশে টিভির কাজী তাজ উদ্দিন রিপন, বাংলা টিভির খন্দকার হাবিবুল্লাহ কামাল, মোহনা টেলিভিশনের আনোয়ার হোসেন টুটুল, আরটিভির কামাল হোসেন ও আনন্দ টিভির মেহেদী হাসান মৃদুল।