নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে রডবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. আজমান মণ্ডল (৩৮) নামে এক মাহিন্দ্রাচালকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের দেউলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মহিন্দ্রা চালক দেউলাবাড়ী ইউনিয়নের চক-পাকুটিয়া গ্রামের উদয় মণ্ডলের ছেলে। জানা যায়, মধুপুর থেকে খালি মাহিন্দ্রা নিয়ে বাড়িতে ফেরার পথে দেউলাবাড়ী এলাকায় পৌঁছালে মধুপুরগামী একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আজমান নিহত হন। ঘাটাইল থানার ওসি রকিবুল ইসলাম জানান, ঘাতক ট্রাকটি উত্তেজিত জনতা আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে গেছে। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের লোকজনকে বুঝিয়ে দেয়া হয়েছে।