নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ডিএমপির ভাটারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
বিশেষ অভিযানে গ্রেফতার ছানোয়ার হোসেনকে ভাটারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভাটারা থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানার জে-ব্লকের ৯ নম্বর রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা করেন। এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছানোয়ার হোসেনসহ তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার অন্যরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু মুসা আনসারী ও ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী।
গ্রেফতার সালাউদ্দিন সালেক এ মামলায় এজাহার নামীয় আসামি এবং ছানোয়ার হোসেন ও আবু মুসা আনসারী একই মামলার সন্ধিগ্ধ আসামি। রোববার দুপুরে গ্রেফতার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, বিনা ভোটে নির্বাচিত টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন গ্রেফতারের খবরে শহরে আনন্দ উৎসব হচ্ছে। আশা করি অতি দ্রুত বিচার করে তাকে শাস্তির আওতায় আনা হবে।
ছানোয়ার হোসেনের গ্রেফতারের খবরে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাবলু মিয়া লাবুর নেতৃত্বে আনন্দ মিছিল ও শহরের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে।