মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন টাংগাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ

টাংগাইলের এমপি ছানোয়ার গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ডিএমপির ভাটারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বিশেষ অভিযানে গ্রেফতার ছানোয়ার হোসেনকে ভাটারায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভাটারা থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানার জে-ব্লকের ৯ নম্বর রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী মিঠুন ফকির (২৮) হামলায় আহত হন। এ ঘটনায় তিনি ১৯ ডিসেম্বর ভাটারা থানায় একটি মামলা করেন। এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ছানোয়ার হোসেনসহ তিনজন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্যরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু মুসা আনসারী ও ভাটারা থানার ৪০ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি সালাউদ্দিন সালেক ওরফে সালেক ঢালী।

গ্রেফতার সালাউদ্দিন সালেক এ মামলায় এজাহার নামীয় আসামি এবং ছানোয়ার হোসেন ও আবু মুসা আনসারী একই মামলার সন্ধিগ্ধ আসামি। রোববার দুপুরে গ্রেফতার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, বিনা ভোটে নির্বাচিত টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন গ্রেফতারের খবরে শহরে আনন্দ উৎসব হচ্ছে। আশা করি অতি দ্রুত বিচার করে তাকে শাস্তির আওতায় আনা হবে।

ছানোয়ার হোসেনের গ্রেফতারের খবরে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লাবলু মিয়া লাবুর নেতৃত্বে আনন্দ মিছিল ও শহরের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102