নিজস্ব প্রতিনিধিঃ গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং ‘বিচারের নামে অবিচার’ বন্ধের দাবিতে টাঙ্গাইলে আদালত বর্জন কর্মসূচি পালন করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ উপলক্ষে মঙ্গলবার সকালে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট এস এম ফাইজুর রহমান, বার সমিতিরি সভাপতি অ্যাডভোকেট মঈদুল ইসলাম শিশির, অ্যাডভোকেট লাল মামুদ, অ্যাডভোকেট জহুরুল ইসলাম জহির প্রমুখ।