নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী থ্রি-হুইলার মাহিন্দ্র গাড়ির সাথে যাত্রীবোঝাই ব্যাটারি চালিত অটোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুইজন।
গতকাল বুধবার ২৪ জানুয়ারি দুপুর আড়াইটার সময় ঘাটাইল-সাগরদিঘী আঞ্চলিক সড়কে ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর এলাকায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
এতে নিহত হয়েছেন-অটোরিকশার যাত্রী শহর গোপিনপুর চেচুয়াপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তফা কামাল (৪৮)। তিনি ধলাপাড়া বাজারের ভূমি অফিস সংলগ্ন এলাকায় একটি দোকান পরিচালনা করতেন বলে স্থানিয়রা জানিয়েছেন। নিহত অন্যজন অটোচালক দেওপাড়া ইউনিয়নের শিবেরপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে আবু তালেব (৪৮)।
এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তারা হলেন, জোড়দিঘী গ্রামের ফয়েজ উদ্দিনের স্ত্রী সাজেদা বেগম (৭০) এবং একই গ্রামের রিপন মিয়ার মেয়ে ফাতেমা (০৩)। তাদেরকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধলাপাড়া থেকে সাগরদিঘী অভিমুখে যাত্রীবোঝাই ব্যাটারী চালিত অটোরিকসা শহর গোপিনপুর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি থ্রি-হুইলার মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে মুহূর্তেই দুমড়েমুচড়ে যায় অটোরিকসা।
এ সময় ঘটনাস্থলেই মোস্তফা কামাল নিহত হন এবং মুমুর্ষ অবস্থায় বাকি তিনজনকে হাসপাতালে নেওয়ার পর সেখানে আবু তালেব মারা যান।
ধলাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই সেলিম হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।