নিজস্ব প্রতিনিধিঃ শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় টাঙ্গাইলের বাসাইলে বিপাকে পড়েছে নিন্ম আয়ের মানুষ। গত কয়েদিন ৮ দমমিক ৫ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উঠানামা করছে।
প্রতিটি সকাল থাকে কুয়াশার চাদরে ঢাকা। কখনো সূর্যের দেখা মিললেও আবার কখনো সূর্যের চেহারা দেখা যাচ্ছে না। তীব্র শীতের কারণে শিক্ষা বিভাগের ঘোষণায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গত দু’দিন ধরে বন্ধ রয়েছে। তবে দিনমজুর, শ্রমিক, রিক্সা চালকসহ খেটে খাওয়া লোকজনের আয় কমে গেছে। তীব্র শীতে গরমের উষ্ণতা নেয়ার মতো সামর্থ্যও নেই অনেকের। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় নগন্য।
বাসাইল পূর্ব পাড়ার হাসান আলী বলেন, নির্বাচন শেষ হয়ে গেছে। তাই বসন্তের কোকিলও হারিয়ে গেছে। জন দরদী, গরীবের বন্ধু, ন্যায় বিচারকসহ বিশেষণধারী প্রার্থীরা এখন কোথায় ? কেন তারা শীতার্থ মানুষের পাশে নেই ? জনগণের আবেগকে নিয়ে বার বার খেলা করে।
সদর ইউনিয়নের মিরিকপুরের ঝালমুড়ি বিক্রেতা সুজেন সান্যাল বলেন শীতে অনেক কষ্ট করতেছি, চেয়ারম্যান মেম্বাররা একটা কম্বল দিলো না। যাদের আছে শুধু তাদের দেয়।
শুধু প্রশাসন নয়, যাদের সামর্থ্য আছে তাদের এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ দিচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ।