মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এ প্রতিপাদ্যে ভৈরবে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে গোলাম মোর্শেদ খান। এ সময় সাথে ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, কৃষি কর্মকর্তা আকলিমা বেগম,যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমূখ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমানে প্রযুক্তির সাথে সম্পৃক্ত হয়ে যুগের সাথে ছেলে- মেয়েদরকে এগিয়ে যেতে হবে। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা। মেলায় বিভিন্ন স্কুল – কলেজের ১৫ টি ষ্টল স্থান পায় । আলোচনা সভা ও উদ্ধোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অতিথিরা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।