নিজস্ব প্রতিনিধিঃ মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি তৃতীয় ফ্লাড লাইট (৪০ উর্দ্ধ) মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বুধবার (৩১ জুলাই) রাত ৮টার সময় অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলার পূর্বে সন্ধ্যা ৭টায় জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সাদা ও নীল নামে দুটি দল প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করবেন।
ফ্লাড লাইটের আলোয় টাঙ্গাইল স্টেডিয়ামের সবুজ চত্বরে আকর্ষনীয় দুটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কায়ছারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার গোলাম সবুর, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মরহুম মির্জা তোফাজ্জল হোসেন মুকুলের সুযোগ্যা কন্যা ডাঃ মির্জা নাহিদা হোসেন বন্যা, টাঙ্গাইলের সুইডেন প্রবাসী সাবেক ফুটবলার সৈয়দ আলী হায়দার বুলবুল। এতে সভাপতিত্ব করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউল ইসলাম চৌধুরী।
বীর মুক্তিযোদ্ধা মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মির্জা তোফাজ্জল হোসেন মুকুল স্মৃতি তৃতীয় ফ্লাড লাইট মিনি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরষ্কার পাবে নগদ ৩০ হাজার এবং রানার্সআপ দল ২০ হাজার টাকা।
উল্লেখ্য, ৪০ বছরের উর্দ্ধে টাঙ্গাইলের ফুটবলাদের নিয়ে এই টুর্নামেন্টে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১৬টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। গ্রুপ পর্ব পেরিয়ে কোয়ার্টার ফাইনাল শেষে ১ম সেমিফাইনালে সুপ্রভাত কিংস একমাত্র গোলে নুরা পরিবারকে হারিয়ে এবং দ্বিতীয় সেমিফাইনালে সুপ্রভাত রাইটার্স (৪-১) গোলের বিশাল ব্যবধানে হেলিপ্যাড দলকে হারিয়ে ফাইনালে উঠে।
এদিকে ফাইনাল খেলার পূর্বে সন্ধ্যা ৭টার সময় টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সাদা ও নীল দলের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। এতে দু’দলে যারা খেলবেন তারা হলেন- সাদা দলঃ- মির্জা মঈনুল হোসেন লিন্টু, ইফতেখারুল অনুপম, বজলুর রহমান, বাবুল খান, তুহিনুর রহমান সেলিম, আরাফাত রহমান, আনিসুর রহমান আলো, শাহ আজিজ তালুকদার বাপ্পী, আশরাফ হোসেন।
নীল দলের খেলোয়াড়রা হলেন- এ হাসান ফিরোজ, জহিরুল ইসলাম সম্রাট, জাহিদ তারেক খান জুয়েল, আব্বাস আলী, সৈয়দ মোহাম্মদ বেল্লাল, মাতিনুজ্জামান খান সুখন, আব্দুল খালেক শিপন, শামসুল হক, ভ্রমর চন্দ্র ঘোষ ঝোটন, এরফানুল করিম খান আজমীর।