মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন টাংগাইলের ৭ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা মধুপুরে মৌসুমী বৃষ্টির প্রভাবে ধানের ব্যাপক ক্ষতি দুশ্চিন্তায় কৃষক!!! মধুপুরে মাইক্রোবাস চাপায় এক নারী নিহত মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলু আটক টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে

কালিহাতীতে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে দুর্গোৎসব চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয়ে কালিহাতী থানায় এ সভার আয়োজন করা হয়।

সভায় কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইঞা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মগড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুস ছাত্তার, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কালিহাতী পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সিদ্দিকী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. গণেশ চন্দ্র সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক দাস পবিত্র, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা প্রমুখ।

এ সময় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ সেন, কালিহাতী কেন্দ্রীয় জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক সমীর সাহা চৌধুরী মানিকসহ বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি-সম্পাদক ও পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন কালিহাতী থানার সেকেন্ড অফিসার কামরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে ওসি মোহাম্মদ আবুল কালাম ভুইঞা বলেন, পূজা চলাকালে মাদক সেবন, ইভটিজিং এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য সচেষ্ট থাকবে কালিহাতী থানা পুলিশ। এতে পুলিশের সাথে আইনশৃঙ্খলা রক্ষায় পূজা কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবকরা সমন্বয় করবেন। এ সময় তিনি সবাইকে সব ধরনের গুজব থেকে সতর্ক থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রেখে পূজামণ্ডপে সিসি টিভি ক্যামেরা লাগানো, জরুরি পরিষেবার প্রয়োজনীয় মোবাইল নম্বর দৃশ্যমান রাখা, উচ্চস্বরে সাউন্ড বক্স না বাজানোসহ সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে পালনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে আহ্বান জানান।

উল্লেখ্য, এ বছর কালিহাতী উপজেলায় ১৫৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102