মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৪:০৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলু আটক টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন

গোপালপুরে বিলুপ্ত প্রায় শুকুন উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে বিলুপ্তপ্রায় একটি বাংলা জাতের শকুন উদ্ধার করেছে স্থানীয়রা। শকুনটির ওজন প্রায় ১৫ কেজি এবং লম্বায় ১০ ফুট । শকুনটিকে একবার দেখতে ভীর করছে উৎসুক জনতা।
সোমবার (১৬ ডিসেম্বর)  বিকেলে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে শকুনটিকে আটক করে এলাকাবাসী।
জানাযায়, মোহাইল গ্রামের কয়েক জন কিশোর বিলে মাছ ধরতে গেলে হঠাৎ পড়ে থাকা আবস্তায় দেখতে পান শকুনটিকে। পরে তারা শকুনটিকে বাড়ীতে নিয়ে আসে। পরদিন সকালে স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার- কে অবগত করলে তিনি শকুনটিকে দেখতে যান।
এ ব্যাপারে ৩ নং ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদারের কাছে জানতে চাইলে, তিনি জানান, আমি শকুনটির সংবাদ পেয়ে তাৎক্ষণাৎ দেখতে যাই এবং গিয়ে দেখি শকুনটি  অসুস্থ এবং ক্ষুধার্ত। তখন শকুনটিকে খাওয়ানোর জন্য কিছু গোস্ত কিনে দেই। এবং বিষয়টি ইউএনও  মহোদয় কে অবগত করি। পরে স্থানীয়দের সহযোগিতায় বন কর্মকর্তার নিকট শকুনটিকে হস্থান্তর করা হয়।
গোপালপুর উপজেলা বন বিভাগের  দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম  বলেন, সংবাদ পেয়ে আমি শকুনটিকে  উদ্ধার করার জন্য ঘটনাস্থলে আসি এবং পরে স্থানীয় এলাকাবাসী শকুনটিকে  আমার কাছে হস্তান্তর করে।
গোপালপুর প্রাণী সম্পদ কর্মকর্তা বলেন, আমি মোবাইল মারফত সংবাদ পাই যে, মিজান চেয়ারম্যান এর নির্বাচনী এলাকায় একটি শকুন ধরা পড়েছে, তাৎক্ষণাৎ বিষয়টি ইউএনও – কে অবগত করি এবং বন বিভাগের কর্তব্যরত কর্মকর্তাকে অবগত করি।পরে সে শকুনটিকে উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন আমি তাকে চিকিৎসা দেই এবং  বন বিভাগের হেফাজতে পাঠাই।
বিষয়টি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম আশরাফ শামীম  নিশ্চিত করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102