মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১১:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম বাবলু আটক টাংগাইলে কাজ না বুঝে নিয়েই প্রায় ৫ কোটি টাকা অগ্রিম বিল প্রদান আসছে সবুজ খানের প্রথম চলচিত্র “বেহুলা দরদী” মধুপুরে ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দু’জন নিহত মধুপুর চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক ও সুধী সমাবেশ মধুপুরে সেনাবাহিনীকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার অভিযোগ উপজেলা বিএনপি সভাপতির বিরুদ্ধে মধুপুরে জাতীয়  বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন মধুপুর সাবরেজিস্ট্রার অফিসে ঘুষ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক!!! টাংগাইল-১ আসনে বিএনপির প্রার্থী একাধিক, চমক দেখাতে চায় জামায়াত মধুপুরে মনোনয়নপ্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে মাঠঘাট, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন

মানুষের জন্য কাজ করতে এসেছি, জনপ্রিয় হতে নয়-পুলিশ সুপার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘জনপ্রিয় হতে আসিনি। অপরাধ দমন এবং সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মাধ্যমে টাঙ্গাইল জেলাবাসীকে শান্তিতে রাখব। সোমবার (৬ জানুয়ারি) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

জেলার ৪০তম পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘মাদক কোন জায়গা থেকে আসছে, কোথায় কিভাবে ছড়িয়ে পড়ছে সেই মূল জায়গাটা নিয়ে কাজ করতে চাই।

এ ছাড়া সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করব। মানুষকে মিথ্যা মামলা দিয়ে যেন হয়রানি না করা হয় সেই বিষয়গুলো নিয়েও কাজ করব।’পুলিশ সুপার বলেন, জেলার ক্রীড়াঙ্গন যেন সচল থাকে এবং সাংস্কৃতিক অঙ্গনে নতুন উদ্যোম ফিরে আসে সেই ব্যাপারেও কাজ করব

মিজানুর রহমান সর্বশেষ গাজীপুরে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ পুলিশে নিয়োগপ্রাপ্ত হন।

বাংলাদেশ পুলিশ একাডেমি হতে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর এএসপি হিসেবে র‌্যাব এ পদায়িত হন।

এরপর সিনিয়র এএসপি হিসেবে ঝালকাঠি সদর সার্কেল এবং অ্যাডিশনাল এসপি হিসেবে পিবিআই, নাটোর জেলা পুলিশ, নৌ-পুলিশ, চাঁদপুর জেলা পুলিশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বপালন করেন। তিনি পুলিশ সুপার হিসেবে ৪ বছরেরও অধিককাল শিল্পাঞ্চল-৫, ময়মনসিংহ এবং শিল্পাঞ্চল পুলিশ-২ গাজীপুরে দায়িত্ব অত্যন্ত সফলতার সঙ্গে পালন করেন।

মিজানুর রহমান দেশে এবং বিদেশে ১৫টির অধিক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি দুইবার জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সুদান এবং কঙ্গোতে পিস কিপার হিসেবে যুক্ত ছিলেন। পেশাদারিত্ব পুলিশিংয়ের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলাদেশ পুলিশের আইজি ব্যাজ এবং তার শুদ্ধাচার পুরস্কার লাভ করেন। তার নিজ জেলা সাতক্ষীরা। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শরফুদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ ও অ্যাডভোকেট আতাউর রহমান আজাদসহ জেলার সাংবাদিকরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102