টাঙ্গাইলের কালিহাতীতে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী পশ্চিমপাড়া (জামাইপাড়া) গ্রামে রেললাইন সংলগ্ন ওই নারীর নিজ ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের নাম খোদেজা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের পুলিশ সদস্য (অব.) মৃত আতোয়ার রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, খোদেজা বেগমের স্বামী পুলিশ সদস্য (অব.) ১০-১২ বছর আগে মারা গেছেন। খোদেজা যমুনা সেতু-জামালপুর রেললাইন সংলগ্ন নির্জন বাড়িতে একাই বাস করছিলেন। তার কোনো সন্তান নেই। তবে তার একটি পালিত ছেলে রয়েছে।
খোদেজার মুখমণ্ডল ও কপালে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, খোদেজা বেগমকে হত্যা করা হয়েছে।নিহতের পালিত ছেলে আসাদুজ্জামান জানান, গত মঙ্গলবার (১৩ মে) বাড়িতে এসে তিনি মাকে দেখে গেছেন। দুইদিন যাবত মোবাইল ফোনে মাকে পাওয়া যাচ্ছিল না।
শনিবার সকাল ১১টার দিকে বাড়িতে এসে তিনি ঘরের দরজা বন্ধ ও সিঁদকাটা দেখতে পান। তার মা ঘুমের ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল। মাকে হত্যা করা হয়েছে বলে তার দাবি।
সহকারী পুলিশ সুপার কালিহাতী (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর সঠিক রহস্য উদঘাটন করা যাবে।তবে তদন্ত কাজ চলমান।